আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

তিন জাতির টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ অনূধর্্ব-১৯ দল এখন ইংল্যান্ডে। আজ লোওবোরোতে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ যুবারা। প্রতিপক্ষ পাকিস্তান অনূধর্্ব-১৯। টুর্নামেন্টের আরেকটি দল ইংল্যান্ড অনূধর্্ব-১৯। টুর্নামেন্টে খেলার আগে গত পরশু একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে যুব দল। ইংল্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) অনূধর্্ব-১৭ দলের বিপক্ষে বৃষ্টিবিঘি্নত ম্যাচে জয় পায় যুবারা। প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২০৪ রান করে স্বাগতিক ইডিপি অনূধর্্ব-১৭। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস নেন ২৯ রানে ৫ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন জুবায়ের হোসেন ও মুস্তাফিজুর রহমান। ২০৫ রানের টার্গেটে খেলতে নেমে এক পর্যায়ে ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অনূধর্্ব-১৯ দল। সেখান থেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান জসিম উদ্দিন ও নাজমুল হোসেন ১২১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নেওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় যুব দলের স্কোর ছিল ৪২ ওভারে ৫ উইকেটে ১৮৭। জসিম উদ্দিন ৫৪ রানে এবং নাজমুল ৪১ রানে অপরাজিত থাকেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.