আমাদের কথা খুঁজে নিন

   

মাশরুর চৌধুরী আর নেই

তার ছেলে আয়ান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাশরুর চৌধুরীর বয়স হয়েছিল ৬৩ বছর। গত মাসে হার্ট অ্যাটাক হওয়ার পর তিনি ফুসফুসের জটিলতায়ও ভুগছিলেন। 
আয়ান জানান, তার বাবার মরদেহ তাদের গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হবে। হযরত শাহজালালের (র.) দরগা প্রাঙ্গণে জানাজা শেষে সেখানে বাবা-মায়ের কবরের পাশেই দাফন হবে মাশরুর চৌধুরীর।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজির সাত্তার ও সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এক শোক বার্তায় বলেন, বিশ্ববিদ্যালয়ের অনগ্রসর শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে অবদানের জন্য মাশরুর চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন। 
“তার উদ্যোগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং চালু  করা হয়। যেসব ছাত্রছাত্রীর সহায়তা প্রয়োজন তাদের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ”। 
অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক হিসাবে ২০১০-১১ মেয়াদে দায়িত্ব পালনের পর সভাপতির দায়িত্ব নেন মাশরুর চৌধুরী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।