আমাদের কথা খুঁজে নিন

   

বেজি, সাপ ও ইঁদুরের দল

এক বাড়িতে অনেক ইঁদুর আস্তানা গেড়েছিল। ইঁদুরের লোভে সেই বাড়িতে একদিন এসে জুটলো এক সাপ আর এক বেজি। বেজি সাপে জাত শত্রুতা। প্রথম দু’চার দিন ইঁদুর নিয়ে ব্যস্ত থেকে নিজেদের শত্রুতার কথা তারা ভুলে ছিল। কিন্তু একদিন বেজি ইঁদুরদের ছেড়ে সাপকেই আক্রমণ করে বসল।

সাপ বেজির লড়াই। কেউ কারুর চাইতে কম না। অনেক্ষণ ধরে চলল সেই যুদ্ধ। ক্ষত বিক্ষত হয়েও তাদের দমবার নাম নেই। এদিকে দুই শত্রুকে নিজেদের মধ্যে লড়াই করতে দেখে ইঁদুরের দল গর্ত থেকে বেরিয়ে আনন্দে নাচানাচি জুড়ে দিল।

ইঁদুরের উল্লাস দেখে সাপ আর বেজির হুঁশ হল। লড়াই বন্ধ করে সাপ বেজিকে বলল, দেখ দেখ, আমাদের মারামারি করে মরতে দেখে ইঁদুরেরা কেমন আনন্দ করছে! বেজি বলল, তাই তো। আমরা যে কেউ একজন মরলেই তো ওদের একজন শত্রু কমবে। কেন আমরা বোকার মত যুদ্ধ করছি? সাপ বলল, আমিও তো সে কথাই বলছি। বন্ধ কর এসব লড়াই।

এস মিলে মিশে ইঁদুর ধরার চেষ্টা করি। তখন শত্রুতা ভুলে সাপ আর বেজি আবার একজোট হয়ে গেল। তারা দুজন দুদিক থেকে ইঁদুরদের উপর ঝাঁপিয়ে পড়ল। নীতিকথাঃ স্বার্থের প্রয়োজনে পরস্পর শত্রুর মধ্যেও মিত্রতা হয়ে থাকে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.