আমাদের কথা খুঁজে নিন

   

নার্ভাস নাইনটি



নার্ভাস নাইনটিতে আছি ভীষণ টেনশনে ব্যাটে রান আসছেনা আছি মহা যাতনে বলগুলো কেন যেন লাগছে কেমন কাঠিনে চোখে সব ঝাপসা লাগে খেলতে ভাল পারিনে। সহযোগী ব্যাটসম্যান দৌড়ে বেশি ভাল না রান আউট হয়ে গেলে মিছে সব সাধনা। আম্পায়ার মহোদয়ের ভাবখানা স্বচ্ছনা তর্জনী উঠালেই শতক হাঁকা হবেনা। রাজ্যের ক্লান্তিতে অবসন্ন দেহখানা ব্যাট ঘুরিয়ে ছক্কা ওটি আর হচ্ছেনা। ফিল্ডার চৌকস ঈগল চোখে তাকানো তার চোখে ফাকি দিয়ে যায়না বাউন্ডারী হাকানো।

ছক্কা মেরে অক্কা পেয়ে কি কাজ হবে জানিনে এত কাছে চলে এসে শতকহারা হওয়ার কি মানে? চেয়ে আছে আনমনে হাজার হাজার দর্শক দলের জয়ে বেশি খুশি চায়না তারা মোর শতক। নার্ভাস নাইনটিতে আছি ভিশন টেনশনে নতুন কোন পোস্ট দিতে কেন যেন পারছিনে। তীরে এসে তরী যদি যায় ডুবে এখনে লজ্জায় মাথা হেট স্বাদ পাবো মরনের। ব্লগার সব ক্ষেপে আছে কেন এত পোস্ট দেই মডুরাও হয়রান পোস্ট পোস্ট রেস্ট নেই। এর সাথে যোগ হলো নতুন এক যন্ত্রনা কতশত চেষ্টায় নতুন পোস্ট আসছেনা।

নার্ভাস নাইন্ টিতে পড়ে হলেম দিশেহারা টার্গেটে পৌছতে চেষ্টায় আমি পাগলপারা। নার্ভাস নাইনটিতে ,নাইনটি নার্ভাস! নার্ভাস নাইনটিতে তাই আউট হওয়ার অভ্যাস। -------------------------------------------------------- আর মাত্র কয়খানা পোস্ট দিবার পারলে টার্গেটে পৌছবার পারতাম। কি যে টেনশনে আছি। কিছু লিখতে পারছিনা।

কত বাধা বিপত্তি। মন আছে দোটানায় । পারব কিনা লক্ষ্যে পৌছতে যানি না। তার মধ্যে আবার পাছে লোকে কিছু বলে! মডুরা কি ভাবে? কি লিখবো আকাশলীনা? কি বিষয়ের উপর? কি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.