আমাদের কথা খুঁজে নিন

   

সব ছেলেরই হয়তো গাড়ি পছন্দ

আমার ব্যক্তিগত ব্লগ

সব ছেলেরই হয়তো গাড়ি পছন্দ। খুব ছোট বেলায় থেকেই দেখা যায়, ছেলেরা গাড়ি দিয়ে খেলছে, মেয়েরা হাড়ি পাতিল-পুতুল নিয়ে ব্যস্ত। গাড়ির গায়ে ছেলে লেখা থাকে? মেয়েরা মাকে দেখে রান্না করতে উৎসাহি হয়, ছেলেরা বাপের গাড়ি না থাকলেও গাড়ি নিয়ে কেন লাফায়? আমার শোবার ঘরে এই মূহুর্তে খেলনা গাড়িতে ভরা। লাল বড় গাড়ি (শাফিন বসে চালায়), ওয়াকার (শাফিনের ছোটবেলার, এখন গাড়ি হিসাবে খেলে), ছোট ছোট খেলনা গাড়ি, ট্রেন এসবতো আছেই। গাড়ির যন্ত্রনায় হাটা মুশকিল। ঘর থেকে বের হলেই ছেলে দেখে কি কি রংয়ের গাড়ি, বাস, ট্রেন এসব দেখা যায়। মেয়েরা কি গাড়ি চড়ে না? গাড়ি চালায় না? তাহলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।