আমাদের কথা খুঁজে নিন

   

গুনীজন কহেন

জামাত-শিবির দূরে গিয়া মর! গুনীজনের কাজই তো মহান মহান কথা বলা, উপদেশ দেয়া। আমাদের কাজ তা টুকে রাখা, আর মনে চাইলে মেনে চলা। আমার টুকে রাখা কিছু গুনীজনের বক্তব্য শেয়ার করলাম। ...................................... .................................. ............................. ........................ .................... ................ .......... ...... ১) যখন ভালো কিছু বলা হবে, দ্বিধা না করে তা টুকে নাও --> আনাতোল ফ্রাস ২) কারও কথা উদ্বৃত করার সময় সাবধান, তুমি সবকিছু নষ্টও করে দিতে পার --> আদ্রেঁ মালরো ৩) কষ্ট যদি পেতেই হয়, তবে সর্বোচ্চ কষ্টটাই নেব --> ভিক্টর হুগো ৪) সম্পূর্ন সহনশীল হও নয়তো নয়; ভালো পথে যাও নয়তো নয়; মাঝামাঝি দাড়িয়ে থাকা আমাদের সাধ্যে কুলায় না --> হেইনরিখ হাইনে ৫) বেশি শিখলেই জানা হয় না --> হেরাক্লিটাস ৬) রসিকতা একই সঙ্গে গুরুতর কিছু বলার পন্থাও বটে --> টি এস এলিয়ট ৭) যদি কাউকে আঘাত করতেই হয়, তাহলে সেটা এতই চরম হওয়া উচিৎ, যাতে তার প্রতিশোধের ভয় আর করতে না হয় --> নি’কোলা ম্যাকিয়াভেলি ৮) কেবলমাত্র নিজের ডানায় ভর করে পাখি উচুতে উঠে না --> উইলিয়াম ব্লেক ৯) আমাদের ভাগ্যে বিশ্বাস করা উচিৎ। তা না হলে যাদের অপছন্দ করি, তাদের সাফল্য কি বলে মেনে নিব? --> জাঁ ককতো ১০) এই মন্দ দুনিয়ায় কিছুই স্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয় --> চার্লি চ্যাপলিন ১১) মানুষ যা কিছু খরচ করে, তার মধ্যে সময় হলো সবচেয়ে দামি --> থিওফ্রাষ্টাস ১২) যা যেকোন সময় করা যায়, তা কখনোই করা হয় না --> স্কটিশ প্রবাদ ১৩) পাগলামি হল একই জিনিস বারবার করে যাওয়া এবং ভিন্ন ফল আশা করা। --> আলবার্ট আইনষ্টাইন ১৪) পাগল আর আমার মাঝে পার্থক্য একটাই যে আমি পাগল না --> সালভাদর দালি ১৫) ফালতু লোকের চুপ করে থাকাই ভাল, এতটুকু করার বুদ্ধি থাকলে সে আর উপেক্ষিত থাকবে না --> শেখ সাদি ১৬) চোখের বদলে চোখ নেওয়ার রীতি পুরো দুনিয়াটাকেই অন্ধ করে ফেলেছে --> মহাত্মা গান্ধী ১৭) ভালোবাসায় পাগলামি থাকবেই, আর সব সময়ই পাগলামিতে কিছু যুক্তিও থাকবে --> ফ্রেড্রিখ নিটশে ১৮) নেতার প্রধান কাজ হলো ভালবাসা পাবার চেষ্টা না করেই তা অর্জন করা --> আদ্রেঁ মালরো ১৯) চিন্তাহীন শিক্ষা শ্রম নষ্টের শামিল আর শিক্ষাহীন চিন্তা বৃথা --> কনফুসিয়াস ২০) জীবন খুব কঠিন আর এ নিয়ে মজা করতে জানলেই আপনি একে উপভোগ করতে পারবেন --> সালমা হায়েক ২১) শত্রুর জন্য সবচেয়ে বড় শাস্তি হল তাকে ক্ষমা করা --> অস্কার ওয়াইল্ড ২২) কেবল সুন্দর পালক হলেই পাখি হয় না --> ঈশপ ২৩) সংস্কার হলো বিচার বিবেচনাহীন মত --> ভল্তেয়ার ২৪) ভাগ্যে আমার অগাধ বিশ্বাস, এবং আমি দেখেছি, যতই আমি কঠোর পরিশ্রম করি, ভাগ্য ততই আমার কাছে ধরা দেয় --> থমাস জেফারসন ২৫) কষ্ট না পেলে আশীর্বাদও পাবে না --> এডগার এলান পো ২৬) টাকা হলো ষষ্ট ইন্দ্রিয়ের মতো, যা ছাড়া বাকি পাচটার পূর্ন ব্যবহার করা যায় না --> সমারসেট মম ২৭) খাদ্যের প্রতি প্রেমের মত বিশ্বস্ত প্রেম আর হয় না --> জর্জ বার্নাড শ ২৮) আমি কম্পিউটারকে ভয় পাই না, ভয় পাই তা না থাকা কে --> আইজাক এ্যাসিমভ ২৯) আমি ভবিষ্যত নিয়ে বেশি ভাবি না, কারন ভাববার আগেই তা চলে আসে --> আলবার্ট আইনষ্টাইন ৩০) নিজেকে শ্রদ্ধা কর, অন্যদের শ্রদ্ধা পাবে --> কনফুসিয়াস ৩১) শ্রদ্ধা নষ্ট হয়ে গেলে বন্ধুত্বের শ্রেষ্ঠ অলংকারটিই খোয়া যায় --> সিসেরো ৩২) প্রতিটি পাথর উল্টে দেখবে সেখানে একজন রাজনীতিবিদ অপেক্ষা করছে --> এরিষ্টটল ৩৩) Words have the power to both, destroy and heal. When Words are both true and kind, they can change our world --> Buddha ৩৪) Do not throw the arrow which will return against you --> Kurdish proverb ৩৫) The wisest man follow there own direction --> Euripides ৩৬) There is no wealth like knowledge, no poverty like ignorance --> Ali Ibn Abu Talib ৩৭)We will make electricity so cheap that only the rich will burn candles --> Thomas Alva Edison ৩৮) With great power, come great responsibilities --> Uncle Ben (Spider-man) ধন্যবাদ সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।