আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিভাগের ৬১টি পৌরসভার বিজয়ী মেয়ররা

মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত

১) মাদারীপুরের শিবচরে আবদুল লতিফ মোল্লা (আওয়ামী লীগ), ২) কালকিনি এনায়েত হোসেন হাওলাদার (আওয়ামী লীগ বিদ্রোহী), ৩) গোপালগঞ্জ সদরে রেজাউল হক শিকদার (আওয়ামী লীগ), ৪) কোটালিপাড়া এইচএম অহিদুল ইসলাম (আওয়ামী লীগ), ৫) টুঙ্গিপাড়ায় মো. ইলিয়াস হোসেন (আওয়ামী লীগ), ৬) ফরিদপুরে সদরে মাহতাব আলী মেথু (স্বতন্ত্র), ৭) নগরকান্দায় এসএম জাহিদ হোসেন খোকন (বিএনপি), ৮) বোয়ালমারী আব্দুস শুকুর শেখ (বিএনপি), ৯) শরীয়তপুরের ডামুড্যায় হুমায়ুন করিব বাচ্চু (আওয়ামী লীগ), ১০) ভেদরগঞ্জ আবদুল মান্নান হাওলাদার (আওয়ামী লীগ বিদ্রোহী), ১১) নড়িয়ায় মো. হায়দার আলী (আওয়ামী লীগ), ১২) রাজবাড়ী সদরে তোফাজ্জল হোসেন মিয়া (বিএনপি), ১৩) গোয়ালন্দে শেখ মো. নিজাম (স্বতন্ত্র), ১৪) পাংশায় ওয়াজেদ আলী মাস্টার (আওয়ামী লীগ), ১৫) শেরপুর সদরে হুমায়ুন কবির রুমন (আওয়ামী লীগ), ১৬) নালিতাবাড়ীতে আনোয়ার হোসেন (বিএনপি), ১৭) শ্রীবর্দীতে আবদুল হাকিম (বিএনপি), ১৮) নকলায় মোকলেসুর রহমান (বিএনপি), ১৯) ময়মনসিংহ সদরে ইকরামুল হক টিটো (আওয়ামী লীগ), ২০) ত্রিশাল এবিএম আনিসুজ্জামান (আওয়ামী লীগ), ২১) ফুলপুরে মো. শাহজাহান আলী (আওয়ামী লীগ), ২২) গফরগাঁওয়ে অ্যাডভোকেট কায়সার আহমেদ (আওয়ামী লীগ), ২৩) নান্দাইলে আজিজুল ইসলাম পিকুল (বিএনপি), ২৪) ভালুকায় মেজবাহ উদ্দীন (আওয়ামী লীগ), ২৫) মুক্তাগাছায় আবদুল হাই (আওয়ামী লীগ বিদ্রোহী), ২৬) গৌরীপুরে সৈয়দ রফিকুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী), ২৭) ঈশ্বরগঞ্জে মো. হাবিবুর রহমান হাবিব (আওয়ামী লীগ), ২৮) নেত্রকোনা সদরে প্রশান্ত রায় (আওয়ামী লীগ), ২৯) কেন্দুয়ায় আবদুল হক ভূঁইয়া (আওয়ামী লীগ), ৩০) দুর্গাপুরে স ম জয়নাল আবেদীন (আওয়ামী লীগ), ৩১) মোহনগঞ্জে মাহাবুব নবী (বিএনপি), ৩২) কিশোরগঞ্জ সদরে মাজহারুল ইসলাম কাঞ্চন ভূইয়া (আওয়ামী লীগ), ৩৩) কুলিয়ারচরে আবুল হোসেন কাজল (আওয়ামী লীগ), ৩৪)করিমগঞ্জে আবদুল কাইয়ুম (আওয়ামী লীগ), ৩৫) হোসেনপুরে মাহবুবুর রহমান (বিএনপি), ৩৬) বাজিতপুরে এহসান কুফিয়া (বিএনপি বিদ্রোহী), ৩৭) কটিয়াদীতে তোফাজ্জল হোসেন (বিএনপি), ৩৮) ভৈরবে হাজী শাহীন (বিএনপি), ৩৯) টাঙ্গাইল সদরে শহীদুর রহমান মুক্তি (আওয়ামী লীগ), ৪০) মির্জাপুরে শহীদুর রহমান শহীদ (স্বতন্ত্র), ৪১) ধনবাড়িতে মঞ্জুরুল ইসলাম তপন (আওয়ামী লীগ), ৪২) সফিপুরে আবু হানিফ আজাদ (আওয়ামী লীগ), ৪৩)ভূঞাপুরে মাসুদুল হক মাসুম (আওয়ামী লীগ), ৪৪) মধুপুরে সরকার শহীদ (বিএনপি), ৪৫) কালিহাতিতে আনসার আলী (আওয়ামী লীগ), ৪৬) গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল (বিএনপি), ৪৭) জামালপুর সদরে ওয়ারেছ আলী মামুন (বিএনপি), ৪৮) মেলান্দহে হাজী দিদার পাশা (বিএনপি বিদ্রোহী), ৪৯) দেওয়ানগঞ্জে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ বিদ্রোহী), ৫০) ইসলামপুরে আবদুল কাদের শেখ (আওয়ামী লীগ), ৫১) সরিষাবাড়ীতে ফয়জুল কবির (বিএনপি), ৫২) মাদারগঞ্জে মোশাররফ হোসেন (বিএনপি), ৫৩) নরসিংদী সদর আলহাজ লোকমান হোসেন (আওয়ামী লীগ), ৫৪) মনোহরদীতে আলফাজ উদ্দীন (আওয়ামী লীগ), ৫৫) মানিকগঞ্জের সিংগাইরে মো. খোরশেদ আলম ভূঁইয়া (বিএনপি), ৫৬) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদেকুর রহমান (বিএনপি), ৫৭) তারাবোতে শফিকুল ইসলাম (বিএনপি), ৫৮) মুন্সীগঞ্জ সদরে এরাদত মানু (বিএনপি), ৫৯) মীর কাদিমে শহিদুল ইসলাম শাহীন (স্বতন্ত্র), ৬০) ঢাকার সাভারে আলহাজ মো. রেফায়েত উল্লাহ (বিএনপি), ৬১) ধামরাইয়ে দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জু (বিএনপি)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.