আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ মন্তব্যে শুনতে যে পাই হুতুম পেঁচার ডাক, ভাবধরাদের ব্লগ মাস্টারী বিড়াল বিড়াল ভাব।

গ্রামীণ সমাজের বাস্তবতা আর অশ্লীলতার বিপক্ষে অবস্থান।

গা জ্বালা যাদের মাইনাস জোয়ারে ভাসিয়ে দিন, আমি প্লাসের মালা দিয়ে বরণ করে নেব। বিরাগ বধুর মন ভোলাতে না হয় লাল টুকটুকে দুটো লিপস্টিক, কিন্তু গোমরামূখীর মন ভাংআতে কি উপহার দেয়া যায় সে দায়ীত্ব সামহোয়্যার ইন ব্লগারদের উপরই রইল। ‌‌‌‌‌"আমাদের দেশের মাওলানারা দাওয়াত খেতে অভ্যস্থ, দাওয়াত দিতে সংকোচবোধ করেন। মাস্টারী পেশায় যারা নিয়োজিত উনারা সালাম নিতে অভ্যস্থ, দিতে সংকোচবোধ করেন " সামহোয়্যার ইন ব্লগে এজাতীয় রোগীর সংখ্যা নিতান্ত কম নয় বলে মনে হয়।

সামহোয়্যার আমাদের অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা কি দিতে পেরেছি? তেমন কিছুই না। আমার মনে হয় নিউ কামারদের উৎসাহীত করার মাধ্যমে এবং প্রজেটিভ মন্তব্য করার মাধ্যমে ব্লগকে আরো সমৃদ্ধ করতে পারি। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যে টুকু লক্ষ্য করছি তাতে এক শ্রেণীর ব্লগার পাওয়া যায় নিউ কামার দের কেমন জানি অসহ্য মনে করেন। তাদের পোস্টে গিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে আসেন নয়তো হুতুম পেঁচার মত হুম হুম করেন । অভিধানে এত শব্দ থাকতে(হুম) শব্দ কেন এত প্রিয় বুঝা বড় দায়।

আমার জানা মতে হুম করে হুতুম পেঁচায়, রাত্রিবেলায় গাছের মগ ডালে বসে হুম হুম করে বাড়ীশুদ্দ লোকের ঘুমকে গুম করেন , এ বাড়ীর বিড়াল ও বাড়ী গেলে হিংসা পরায়ন বিড়াল খাটের তলায় হুম হুম করে, বাচ্চারা ভয়ে আতংকে জেগে উঠেন আর ভাবেন ভুত আসলো নাকি, মাকে জড়ীয়ে ধরে কান্নাকাটি করেন , মায়ের ঘুমকেও হারাম করেন। 'হুতুম পেঁচা আর হিংসুটে বিড়াল 'ভুত সাদৃশ্য কিনা জানিনা কিন্তু আচার আচরনে ভুত পেত্নীকেও হার মানায়। মায়ের পেত থেকে কেউ কবি , সাহিত্যিক হয়ে জন্মলাভ করেন না। সকলের পক্ষে কবিসাহিত্যিক হওয়া সম্ভবও নয় , অনেক অধ্যবসায়ের প্রয়োজন , কিন্তু ভুল ত্রুটি দিয়ে আরম্ভ করে একটা সময় বিখ্যাত হওয়া অসম্ভব নয়। যার ভুরি ভুরি প্রমাণ দেয়া যাবে।

সেক্ষেত্রে নিউ কামারদের নিরুৎসাহীত করার মানে কি? সামহোয়্যার ইন ব্লগে এমন কোন বিষয় নেই যে বিষয়ে ছোট হোক বড় হোক কোন না কোন লেখা নেই সে ক্ষেত্রে নিউ কামাররা ভাল লেখা না দিক কমপক্ষে পড়ে জ্ঞাণ লাভ করুক তাতে সমস্যা কি। তাই যারা এমনটি করছেন তাদের বিনীত অনুরোধ এমনটি না করার জন্য। ‍''অনেকে আছেন জ্ঞাণগর্ভ লেখা দিয়ে বিতর্ক জড়ীয়ে থালা বাসন নিয়ে বসে থাকেন লোকে মন্তব্য করবে'' ভাবধরা টাইপের এই শ্রেণীকে কোথাও মন্তব্য করতে পাওয়া যায় না, পেলেও সামান্য। সেক্ষেত্রে লেখার মান ভাল হলেও উনার মাস্টারী নীতির কারনে অন্যরা এড়ীয়ে চলেন। কয়েকজন বিখ্যাত ব্লগার খ্যাতীর উচ্চ শীখরে অবস্থান করছেন শুধুমাত্র উদার নীতির কারনে (যেমন: হাসান মাহবুব, শায়মা, সাইমুম , হুপফুলফরইভার, স্বদেশ হাসনাইন ,জীশান শাহ ইকরাম, জুল ভার্ন) এরা উচুমানের লেখার পাশাপাশী দেবার মানসিকতা তাদের মহানুভবতাকে পরিচয় করিয়ে দেয়, তাই তাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

চলবেও ধারাবাহিক ভাবে। নিজে শুধু খাব অন্যকে পাতের আশেপাশেও জায়গা দেব না তা কি করে হয় । আশা করছি হুম হাম না করে দেয়া নেয়ার নীতিকে অগ্রাধীকার দেবেন। ছোট মুখে বড় কথা ক্ষমা সুন্দর দুষ্টিতে নেবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.