আমাদের কথা খুঁজে নিন

   

চাকরির সাক্ষাৎকারে কী করা উচিত, কী করা উচিত না



চাকরির সাক্ষাৎকার অনেক বড় ব্যাপার। এর জন্য প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতির ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। কী করা উচিত • সাক্ষাৎকারের স্থান এবং দূরত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। • চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি পরিষ্কার ধারণা রাখতে হবে।

• প্রারম্ভিক কথোপকথন সম্পর্কে আংশিক মহড়া দিয়ে নেয়া যেতে পারে। • সাক্ষাৎকারের স্থানে যথাসময়ের কিছুক্ষণ আগেই পৌঁছাবার চেষ্টা করুন। • উত্তর দেয়ার ক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিন। • সাক্ষাৎকার কক্ষে প্রবেশের সময় অনুমতি গ্রহন করুন এবং 'সালাম' দিন অথবা 'শুভ সকাল' বলুন। • প্রবেশের পর দরজাটি বন্ধ করে নিন।

• আপনাকে চেয়ারে বসতে না বলা পর্যন্ত অপেক্ষা করুন। • কথা বলবার সময় স্পষ্ট এবং শুদ্ধ বাংলা ব্যবহার করুন। • স্বাভাবিক কণ্ঠস্বরে কথা বলুন। • যদি বাংলায় প্রশ্ন করা হয় তবে বাংলায় উত্তর দিন, ইংরেজিতে প্রশ্ন করা হলে ইংরেজিতে উত্তর দিন। • আত্মবিশ্বাস বজায় রাখুন।

কী করা উচিত না • যতোটা সম্ভব বিস্তারিতভাবে উত্তর দেবার চেষ্টা করুন। • সাক্ষাৎকার দেয়ার সময় মুঠোফোন বন্ধ রাখুন। • কাজের প্রস্তাব না পাওয়া পর্যন্ত বেতন, বোনাস, ছুটি, অবসর ইত্যাদি নিয়ে আলোচনা করবেন না। • সাক্ষাৎকার চলাকালীন সময়ে চুইংগাম চাবাবেন না। • আপনাকে প্রশ্ন করার সুযোগ দেয়া হলে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না।

• বসবার সময় চেয়ার ধরে টানাটানি করা থেকে বিরত থাকুন, চেয়ারটি যেখানে যে অবস্থায় আছে, সে অবস্থাতেই বসুন। • আঞ্চলিক ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন। • খুব জোরে বা খুব আস্তে কথা বলবেন না। • সাক্ষাৎকার শেষে বেরিয়ে আসবার সময় খেয়াল রাখবেন যেন আপনার পেছন দিক সাক্ষাৎকার গ্রহণকারী দেখতে না পান। • একদম নতুন জামা পরা থেকে বিরত থাকুন।

কিছুদিনের ব্যবহৃত জামা পরুন। অর্থাৎ আপনি নিজেকে উপস্থাপন করুন, আপনি নন এমন কিছু উপস্থাপন করা থেকে বিরত থাকুন। source by : http://www.life2moro.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।