আমাদের কথা খুঁজে নিন

   

রিস্ক ম্যানেজমেন্ট : টেকনিক্যাল এনালাইসিসের অবিচ্ছেদ্দ অংশ

ভাল ছেলে :)

একজন দক্ষ এবং সফল টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম গুরুত্বপুর্ন অংশ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। কিন্তু অধিকাংশ সময় যা আমরা ওভারলুক করে থাকি। একজন সফল বিনিয়োগকারি সারা জীবনের প্রফিট ১ টা ২ টা ভুল ট্রেডের কারনে খোয়া যাক সেটা কেউ চাইবে না। একটি ভুল ১০ টি সাফল্য ম্লান করে দিতে পারে। অতএব কিছু স্ট্যাটেজি মেইনটেন করলেই আপনি আপনার প্রফিটের সুরক্ষা করতে পারবেন।

আমার পরিচিত একজন বিনিয়োগকারীর কথা বলি। গত মাসেও তার ১৩ লাখ টাকা ইনভেস্টে প্রফিট ছিল ৬ লাখ। আজ সেটা ২ লাখে নেমে আসছে। এটা নিশ্চয় তার জন্য সুখকর কোন ব্যাপার না। ট্রেড করার আগে কৌশল ঠিক করুন: One of Sun Tzu's most famous quotes is: "Every battle is won before it is fought." The phrase implies that it is planning and strategy that wins wars and not the battles themselves. ঠিক তেমনি "Plan the trade and trade the plan." ট্রেড করার আগে কৌশল ঠিক করুন।

ট্রেড করতে যেয়ে কৌশল ট্রেড করুন। এখন কথা হচ্ছে কৌশলটা কি? স্টপ লস [Stop-loss (S/L)] এবং টেক প্রফিট [ take-profit (T/P)] পয়েন্ট ঠিক করুন: একজন সফল টেকনিক্যাল এনালিস্ট সবসময় এই পয়েন্ট ২ টি ট্রেড করার আগে ঠিক করে রাখেন। আপনি ট্রেড করার আগে অবশ্যই একটা মেসারমেন্ট করবেন আপনি কত প্রাইসে কিনবেন এবং কত হলে সেল করবেন। অন্যদিকে একজন অসফল বিনিয়োগ কারী তার স্টপ লস এবং টেক প্রফিট পয়েন্ট ঠিক করা থাকে না। নিজের টাকাগুলো নিয়ে জুয়া খেলার মত ভাগ্যের উপর বসে থাকেন।

ইমোশন দিয়ে ট্রেড হয় না। লসে থাকলে তারা শেয়ার হোল্ড করেন, উপরওয়ালাকে ডাকেন আর বলেন বাড়বে বাড়বে। স্টপ লস পয়েন্ট টা ঠিক করা হয় মুলত "এটি আবার আগের অবস্থানে আসবে" মানসিকতা প্রতিরোধ করার জন্য। এটি আপনার প্রফিট লসটাকে একটি লিমিটেশন এর মধ্যে রাখে। লস খেয়ে শেয়ার হোল্ড করে বসে থাকার তো মানে হয় না।

যদি কোন শেয়ার তার সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে যত দ্রুত সম্ভব টেকনিক্যাল এনালিস্টরা সেটি সেল করে দেয়ে থাকেন। (এখানে কোন আবেগ, জুয়া খেলার চান্স নেই) ঠিক তেমনি টেক প্রফিট পয়েন্ট আপনাকে অতিরিক্ত রিস্কের মধ্যে যেতে দিবে না। টেক প্রফিট পয়েন্ট পার হয়ে যদি কোন শেয়ার আরো উঠতে থাকে সেটি তত রিস্কের মধ্যে চলে যাবে। সেটির উপর আপনাকে সবসময় স্পেশাল নজর রাখতে হবে। স্টপ লস [Stop-loss (S/L)] এবং টেক প্রফিট [ take-profit (T/P)] পয়েন্ট ঠিক করবো কিভাবে: ট্রেন্ড লাইন ব্যাবহার করে: একটি স্টকের ট্রেন্ড লাইন টেনে এর সাপোর্ট আর রেজিস্টান্স বের করে আপনি খুব সহজেই স্টপ লস আর টেক প্রফিট পয়েন্ট বের করতে পারবেন।

মুভিং এভারেজ ব্যাবহার করে: + বেশী ফ্ল্যাকচুয়েট করা স্টকের লংটার্ম মুভিং এভারেজ ব্যাবহার করুন। + টার্গেট প্রাইজের সাথে মুভিং এভারেজ এডজাস্ট করুন অতিরিক্ত পয়েন্ট জেনারেট করা এড়াতে। যদি টার্গেট প্রাইস বেশি দুরে হয় তাহলে লং টার্ম মুভিং এভারেজ ব্যাবহার করুন। + মার্কেটের মুভমেন্টের সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট পয়েন্ট নিয়মিত আপডেট করুন। যদি স্টক প্রাইস খুব বেশি নরাচরা না করে তাহলে স্টপ লস পয়েন্ট টাইট করুন।

+ নি্উজ এবং ফান্ডামেন্টাল ব্যাপারগুলো কনসিডার করুন টেক প্রফিট পয়েন্ট ঠিক করতে। শেষ কথা কোন ট্রেড করার আগে অবশ্যই আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট পয়েন্ট মেসারমেন্ট করে রাখতে হবে। এবং মার্কেট মুভমেন্টের সাথে সাথে এডজাস্ট করতে হবে নিয়মিত। এটি আপনাকে শুধু লস থেকেই রক্ষা করবে না আপনার ইনভেস্টের মুল্যবান সময়ও রক্ষা করবে। আমার সেই পরিচিত বিনিযোগকারির প্রফিট লসের টাকা হয়ত উঠে আসবে।

২/ ৩ মাস পরে। কিন্তু এই ২ /৩ মাস সময় আর ফিরত পাওয়া যাবে না। ধন্যবাদ। চলবে.... টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা ২ টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.