আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক খাতের মুনাফা কমে অর্ধেক

২০১২ সালের প্রথম ছয় মাসে তালিকাভুক্ত ২৯টি ব্যাংক ২ হাজার ৪৩৩ কোটি টাকা মুনাফা করলেও এ বছর তাদের সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ কোটি।
এর কারণ হিসেবে রাজনৈতিক পরিস্থিতি, ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম, ব্যাংকের দুর্নীতি এবং বিদেশি ব্যাংক থেকে কম সুদে আনা টাকার সুযোগের কথা বলেছেন বিশ্লেষকরা।        
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৯টির অর্ধবার্ষিক মুনাফা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে ২১টির মুনাফা কমেছে, একটির লোকসান বেড়েছে এবং বাকি সাতটির মুনাফা বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বছরের প্রথম তিন মাসে পরিস্থিতি অনেকটাই খারাপ থাকলেও এপ্রিল–জুন সময়ে মুনাফার ব্যাবধান গত বছরের তুলনায় কিছুটা কমাতে পেরেছে ব্যাংকগুলো।


এ বছর দ্বিতীয় প্রন্তিকে ব্যাংকগুলো মুনাফা করেছে ১ হাজার ৬ কোটি টাকা। গত বছর এ সময় এই ২৯টি ব্যাংকের মোট মুনাফা ছিল ১ হাজার ২ শত ২২ কোটি টাকা।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনৈতিক পরিস্থিতি ব্যাংক ব্যাবসার ওপর খারাপ প্রভাব ফেলেছে। আমদানির এলসিও অনেক কম খোলা হয়েছে।
“অনেকে বিদেশ থেকে কম সুদে লোন নিয়ে এসে দেশি ব্যাংকের লোন শোধ করে দিয়েছে।

ফলে ব্যাংকগুলোর নেট ইন্টারেস্ট ইনকাম (সুদ থেকে প্রাপ্ত নিট আয়) কমে গেছে। ”
তাছাড়া বাংলাদেশ ব্যাংকের ঋণ তফসিলিকরণ নীতিমালার পরিবর্তন হওয়ায় ব্যাংকের মুনাফার ওপর প্রভাব পরছে বলেও মন্তব্য করেন তিনি।
মুনাফা কমার কারণ হিসাবে ব্যাংকগুলোর অব্যবস্থাপনার কথাও বললেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনার খুবই খারাপ অবস্থা, অকার্যকর ঋণের পরিমাণ বেড়েছে, প্রভিশনও বেড়েছে। তাই ব্যাংগুলোর মুনাফা কমেছে।


তার মতে, ব্যাংকগুলোর দুর্নীতি বন্ধে বাংলাদেশ ব্যাংকের নজরদারি আরো বাড়ানো দরকার।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান মুনাফা কমার পেছনে ‘বাহ্যিক’ কিছু কারণের কথাও বলেন।
“জাহাজ শিল্প ও আবাসন শিল্প খরাপ করছে। তাই ব্যাংকগুলোও ভাল ঋণ দেয়ার মতো প্রোজেক্ট পাচ্ছে না। এছাড়া ব্যাংকগুলো ঋণ দেয়া কমিয়েছে।

যেহেতু রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত, তাই ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ঋণের টাকা ফেরত দিতে পাড়ছে না। ”
ব্যাংকগুলোর মধ্যে বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে খারাপ করেছে প্রিমিয়ার ব্যাংক। ওই সময়ে তাদের লোকসান হয়েছে ২১১ কোটি ৩৮ লাখ টাকা। আর গত বছর ওই সময়ে তাদের মুনাফা ছিল ১১ কোটি ৬০ লাখ টাকা ।
আর সবচেয়ে ভাল মুনাফা দেখিয়েছে আইএফআইসি ব্যাংক।

প্রথম ছয় মাসে তারা মুনাফা করেছে ৬১ কোটি ৫৯ লাখ টাকা। গত বছর একই সময়ে তাদের মুনাফা ছিল ২৫ কোটি ৬৭ লাখ টাকা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.