আমাদের কথা খুঁজে নিন

   

১০০ তম পোষ্ট পূর্ণ হলো টিনটিনের। তাকে অসংখ্য শুভেচ্ছা, আর ধন্যবাদ আপনাদের সবাইকে............

A Hero will Rise Up Just In Time

প্রায় ১ বছর ৭ মাসে একটা দুইটা করে টিনটিনের ১০০ টা পোষ্ট পূর্ণ হলো। এই সময়ের মধ্যে সে ব্লগে পেয়েছে অসংখ্য ব্লগার বন্ধু। যাদের সাহায্যে এবং উৎসাহে সে খুব উচ্চমানের না হলেও মোটামুটি মানের ১০০টা পোষ্ট দিতে সমর্থ হয়েছে। এই সময়ের মধ্যে তার কোন পোষ্ট স্টিকি হয়নি (কারন স্টিকিমানের পোষ্ট লেখার যোগ্য সে না), খুব কমই পোষ্ট অন্যের প্রিয় পোষ্টে জায়গা করতে পেয়েছে, প্লাসো পেয়েছেন মোটামুটি পরিমানে(যদিও প্লাস মাইনাস নিয়ে সে খুব একটা চিন্তিত না। )।

টিনটিনের শততম পোষ্টে আমার পক্ষ থেকে তাকে অসংখ্য শুভেচ্ছা। টিনটিনও ধন্যবাদ জানাতে চায় অসংখ্য ব্লগারকে। যদিও সবার নাম বলা সম্ভব না, তাহলে বিশাল একটা পোষ্ট হয়ে যাবে। তারপরো যাদের নাম এই মুহুর্তে মনে আসছে, তারা হলেন: জুনাপু, সায়েম মুন, জানাপু, বিডি আইডল, ঝুমী, শায়মা, কালপুরুষদা, শ। মসীর, বাবুনি সুপ্তি, কবীর চৌধুরি, আইরিন সুলতানা, স্পেলবাইন্ডার, ""শ্রাবণী"", হুপফূলফরইভার, নীল_পদ্ম, হাসান মাহবুব, চতুষ্কোণ, আবদুল্লাহ আল মনসুর, মাহবু১৫৪, দূর্ভাষী, সবার প্রিয়, রাতমজুর, মৈত্রী, কাঊসার রুশো, ~স্বপ্নজয়~, বড় বিলাই, জেরী, টুনা, চতুষ্কোণ, আহাদিল, শেখ আমিনুল ইসলাম, ইউনুস খান, রেজোওয়ানা, মুভি পাগল, নীল_পরী, মেহবুবা, হা...হা...হা..., sraboni, রাষ্ট্রপ্রধান, ভালো মেয়ে, সীমানা পেরিয়ে, গুরুজী, রাজসোহান, শ্রাবনসন্ধ্যা, সাঈফ শেরিফ, ফারা তন্বী, পরিবেশবাদী ঈগলপাখি, দীপান্বিতা, তারার হাসি আরো অনেকে।

এদের মধ্যে হয়ত অনেকেই টিনটিনকে চিনতে পারবেনা, না চিনতে পারারই কথা। টিনটিনের মতো নগন্য একজন ব্লগারকে চিনে রাখতে হবে, এমন কোন কথা নাই। কিন্তু টিনটিন ব্যাক্তিগতভাবে এদের প্রচন্ড ভক্ত। যাইহোক, আর বলার কিছু নাই। সবাইকে ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।