আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমার হাটে রুপের বিজলী



প্রেমার হাটে রুপের বিজলী উথিলী উথিয়া পড়ে সওগাত হাতে ভিকারী নাবিক কেমনে কিনিবে তারে। প্রেম মনহর হরিণী তুমি ডাগরো নয়নো আঁখি, নিকষ তুমি নলীনির বেশে বাঁধিবেকি হাতে রাখি। তুমি চপলা হরিণীর মত সময়ে মাতম তোল মনো হরনো করিয়া তুমি আমারে কাঁদিয়া মারো। যারে চাই মন, মনেরী গহরে চাতক পাখির মত, ভাসিয়ে ভেলা আবারিত মন হৃদয় করেগো ক্ষত। যা কিছু আমি হারিয়েছি মোর তোমাতে আমি খুজি দিনভর পেয়েছি বোধ হয় এতদিন যারে চেয়েছি আমি মনেরী হিয়াই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.