আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র শীতে জনজীবন স্থিবর : শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাড়ান

তোমাকে ভাবাবোই

শীতে কাপছে দেশ। দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগা, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, চাপাই, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোন, যশোর, কুষ্টিয়াসহ সারা দেশেই শীত নেমে এসেছিল ৩-৪ ডিগ্রী সেলসিয়াসে। পাশাপাশি তীব্র শীতের হাোয়া। আবহাোয়া অিফস যার নাম দেয় জেট স্ট্রিম প্রবাহ। এ শীতের তীব্রতায় মারা গেছে গত ৩ দিনে অর্ধশত।

ভীষন শীতের কষ্টে পড়েছে বৃদ্ধ-শীশুসহ দরিদ্র জনগোষ্ঠী। শীতের কাপড় না থাকায় এদেরকে ভোগ করতে হচ্ছে শীতের যন্ত্রনা। শীতের তীব্রতায় স্কুলে যাচ্ছে না শীক্ষাথীরা। কাজে যাচ্ছে না দরিদ্র মানুষেরা। একটু গরমের আশায় আগুন খুজে বেড়াচ্ছে।

দেশের এ দরিদ্র মানুষের সংখ্যা নেহাতই কম নয়। সরকারের পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। ১৯৭২ সালে ৭ কোটি মানুষের জন্য কম্বল আসলেো কম্বল পায়নি সবাই। কম্বল সব বিক্রি হয়েছিল পাশের একটি দেশে। ৪০ বছর পার হলেো এখনো শীতের জন্য কম্বল জোটেনি কয়েক মানুষের।

কোন কোন পরিবারের ৪-৫ সদস্যর জন্য ৪-৫টি গাড়ী হলেো কোটি কোটি মানুষের শীত ঘুচাতে সকল চেষ্ঠাই যেন ব্যর্থ হয়েছে। কমোল মনা সাধারন মানুষসহ ছাত্র-ছাত্ররীরা অবশ্য প্রতি বছরই এ শীতার্ত মানুষগুলোর জন্য শীতের কাপড় নিয়ে গরীব দুঃখীর দুয়ারে যাবার চেষ্ঠা করে। সরকারসহ সবারই এ বিষয়ে আরো উদ্যগী হবার দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।