আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র নিন্দা জানাই

বাঙলা কবিতা

ফেসবুক বন্ধ করে দেয়ার সরকারী সিদ্ধান্ত একটি আত্মঘাতি সিদ্ধান্ত। এর তীব্র নিন্দা জানাই। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার বিশ্বশান্তির বিপক্ষে অবস্থান নিয়েছে। বলা হচ্ছে, সাময়িক বন্ধের সিদ্ধান্ত; যত সাময়িকই হোক, এটা ফজলুল হক আমিনীর মত ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের কাছে সরকারের নির্লজ্জ আত্মসমর্পণ। সারা দুনিয়ার মানুষের ইন্দ্রিয় ৬টি; বাঙালির ৭টি। তার ৭ম ইন্দ্রিয়ের নাম ধর্মেন্দ্রিয়। এটা (ফেসবুক বন্ধ) লজ্জাজনক। এই বুদ্ধি যে উর্বর মস্তিষ্ক থেকেই আসুক, সরকারের উচিত সিদ্ধান্ত প্রত্যাহার করে ক্ষমা চাওয়া। এ হেন মন্ত্রণা দেবার অপরাধে, ডিজিটাল বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের সাজা দেওয়াও সরকারের আশু কর্তব্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।