আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদ্র প্রয়াস,বেশি কিছু নয়



দেশ ছেড়ে আসার অনেকদিন হল ভীষণ পুড়ছে অন্তরের ভেতরটা… তোমার বুকে থাকতে কেন এমন মনে হয়নি? আজ নতুন করে এই অনুভব কি? না… যে জিনিসের অভ্যাস হয়ে যায়, তার জন্যে আমাদের কি যে মায়া সময় থাকতে বুঝি না। এখন আর দেখতে পাই না সবুজের সমারোহে,সে বিস্তির্ণ মাঠে বাতাসের দুষ্ট খেলা- কিংবা কোলাহল ভরা আমার প্রিয় শহরের পরিচিত সে ছবি! চির চেনা রুপান্তরের বৈচিত্র্য- এই দূর পরবাসের প্রকৃতিতে খুঁজে ফিরি বার বার…। সেই মানুষ,সেই পরিবেশ,অতি চেনা চারিপাশ কোন কিছুরই তুলনা খুঁজে পাই না। অথচ… দেশ কে কত তাচ্ছিল্য করতে শুনেছি, প্রতিবাদ করিনি। কত অবহেলায় নিয়েছি দেশের নাম একবারও ভেবে দেখিনি… মানুষের নির্মম আচরণ, অনৈতিকতা নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ মনকে দিয়েছে বিষিয়ে, বিরক্তি নিয়ে অনেকবার নিজেও হয়তো আর সবার মত বলেছি ‘এ দেশের কিচ্ছু হবে না!’ হায় রে জন্মভূমি! আমাদেরই ভুলে তোমাকে দোষারোপ করেছি কতো কারণে অকারণে… আজ শত সহস্র মাইল দুরে বসে আমার এ মনের যন্ত্রনা! তোমার অভাব অনুভব করে যাই প্রতিটি দিন, প্রতিটি রাত-প্রতিটি মূহুর্তে! তোমার জন্যে ভালবাসা-এ তো নতুন কথা নয়, শুধু প্রকাশে অনেক দেরি… ও আমার দেশ! আমার অফুরন্ত প্রেমের এ ক্ষুদ্র প্রয়াস শুধু যে তোমারই জন্যে! যতটুকু সামর্থ আমার, গ্রহন করে নিও- জানি আরও অনেক দেবার প্রয়োজন এ তো বেশি কিছু নয়…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.