আমাদের কথা খুঁজে নিন

   

নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণ দিবস আজ



মানিকগঞ্জের হরগজ এলাকায় এক প্রলয়ঙ্করী টর্নেডো সংঘটিত হয় ১৯৮৯ সালে। ঝড়ের ভয়াবহতা ছিল ভয়ঙ্কর। ঝড়বিধ্বস্ত এলাকার বিবরণ লোকমুখে শুনে পত্রিকায় পড়ে ভয়ে শিউরে উঠেছিলেন সেলিম আল দীন। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দলে দলে শিক্ষার্থীরা যেতেন ত্রাণসামগ্রী নিয়ে। ফিরে এসে বর্ণনা করতেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

কী করে একটা বিশাল ওজনের ভারবাহী ট্রাক নদীর এপার থেকে ওপারে গিয়ে দিব্যি দাঁড়িয়েছিল, ভরা পুকুরগুলোয় একবিন্দু পানি অবশিষ্ট ছিল না, সবটুকু পানি মাছ ও জলজ প্রাণীসহ কী করে উঠে এসেছিল শস্য ক্ষেতে, খেজুরগাছ থেকে কিভাবে উদ্ধার করা হয়েছিল কাঁটাবিদ্ধ মহিলার মৃতদেহ_সেলিম আল দীন ওই ঘটনা নিয়েই লিখলেন তাঁর কালজয়ী রচনা 'হরগজ'। এ তথ্য জানিয়ে তাঁর সহধর্মিণী মেহেরুন্নেসা সেলিম জানান, নাটকটি লিখতে গিয়ে তিনি বেশ পরিশ্রম করেছিলেন। নাটকের প্রায় প্রতিটি ঘটনা এবং তথ্যাবলি ছিল সত্যাশ্রয়ী। হরগজ শুধু নয়, সেলিম আল দীন বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন সব কালজয়ী রচনা। কীত্তনখোলা, চাকা, শকুন্তলা, যৈবতী কন্যার মন, কেরামত মঙ্গল, নিমজ্জন, প্রাচ্য ইত্যাদি নাটকের জন্য তিনি জীবদ্দশায় পেয়েছিলেন আকাশছোঁয়া খ্যাতি।

আজ ১৪ জানুয়ারি শুক্রবার বরেণ্য নাট্যকার সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণ দিবস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও রবীন্দ্র-উত্তরকালের শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হাতে নিয়েছে নানা কর্মসূচি। ব্যক্তি সেলিম আল দীন সম্পর্কে তাঁর সহধর্মিণী বলেন, 'তিনি ছিলেন আবেগী ও অস্থির চিত্তের মানুষ। ' তিনি বলেন, 'এই মানুষটিকে আমি প্রথম দর্শনেই বুঝেছিলাম, লোকটির ভেতরে প্রচণ্ড একটা শক্তি আছে। ব্যক্তি সেলিম আল দীন কোমল ও কঠোরে মেলানো এক অন্যরকম মানুষ।

এ ক্ষেত্রে জীবনে সাত্তি্বক পুরুষ, লেখার সময় কারো সঙ্গে আপস করতেন না। অসম্ভব পরিশ্রমী, লক্ষ্যে পেঁৗছানোর আগ পর্যন্ত তিনি ছিলেন অস্থির। ' তিন দিনের স্মরণ অনুষ্ঠান : নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে তিন দিনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার। আজ থেকে ১৬ জানুয়ারি জাতীয় নাট্যশালায় এসব অনুষ্ঠান পরিবেশিত হবে। আয়োজক সূত্রে জানা যায়, দিবসের অনুষ্ঠান শুরু হবে সেলিম আল দীনের কর্মক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।

আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবন থেকে বের হবে স্মরণ শোভাযাত্রা, সাড়ে ১০টায় সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। বিকেলে থাকবে আলোচনা, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় স্মরণ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে 'পুণ্যশ্লোক হে সেলিম আল দীন' শিরোনামে থাকবে সংগীত কোরিওগ্রাফি। সন্ধ্যা ৭টায় শিল্পকলার দুটি হলে প্রাচ্য ও ধাবমান নাটক মঞ্চস্থ করবে ঢাকা থিয়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

স্মরণানুষ্ঠানের দ্বিতীয় দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সেমিনার 'সেলিম আল দীনের নাটকের সংলাপ ও সংগীতের দ্বৈতাদ্বৈতবাদিতা'। এঙ্পেরিমেন্টাল হলে বিকেল সাড়ে ৫টায় নাটক 'ফেস্টুনে লেখা স্মৃতি', সন্ধ্যা ৭টায় 'হরগজ' মঞ্চস্থ করবে স্বপ্নদল। ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে দেশবাংলা থিয়েটারের 'জুলান'। তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় এঙ্পেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনা 'কেরামত মঙ্গল'। একই সময় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা 'পুত্র'।

ফাহমিদা নবীর অ্যালবাম 'আকাশ ও সমুদ্র অপার' : শিল্পকলা একাডেমীর নাট্যশালায় আজ বিকেলে সেলিম আল দীনের গান নিয়ে প্রকাশিত হবে ফাহমিদা নবীর অ্যালবাম 'আকাশ ও সমুদ্র অপার'। অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম । (কালের কন্ঠের সৌজন্যে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।