আমাদের কথা খুঁজে নিন

   

Blogymate সাইটের Share Bookmarklet ফীচার সম্পর্কে জানুন

Rajib Roy

Share Bookmarkletহচ্ছে ব্লগিমেট নামক জনপ্রিয় সামাজিক ব্লগিং সাইটের একটা দারুন click-to-blog ফীচার। মনে করুন যে আপনিইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন সাইটে ভিজিট করছেন। ভিজিট করবার সময়ে আপনি ঐ সাইটেখুব মজার এবং আকর্ষনীয় একটা জিনিস দেখতে পেলেন এবং চাইলেন যে ঐটা আপনার অনলাইন বন্ধুদেরসাথে শেয়ার করবেন। এই ক্ষেত্রে ব্লগিমেট আপনাকে দিচ্ছে দারুন একটা সেবা। আপনি এইসেবার মাধ্যমে ফেসবুক বা টুইটার এর মত জনপ্রিয় সাইটগুলোর মত আর্টিকেল শেয়ার করতেপারবেন।

তাহলে চলুন দেখি যে কাজটি কিভাবে করা যায়। এই কাজটি করবার সময়ে আপনার অবশ্যই এই সাইটে (http://www.blogymate.com/)একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি নিচের ২টালিঙ্কের যে কোন একটাতে গিয়ে অ্যাকাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন। http://bgm.me/r/2864 http://bgm.me/r/2893 এখন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইটটিতে লগ ইন করুন। ডান দিকের সাইড বারে আপনি Tools for Youনামক একটা অপশন দেখতে পাবেন।

এই অপশনের অধীনে আপনি আরো ৪টি সাব-অপশন পাবেন। সেখানথেকে ১মটি নির্বাচন করুন। এর নাম হচ্ছেঃ Sharebookmarklet। আপনি এইটার মধ্যে Poston BlogyMate নামক একটি বাটন দেখতে পাবেন (চিত্র-১)। [চিত্র-১] এইখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ফেসবুক বাটুইটারের মতন এইটাও একটা শেয়ার বাটন।

এই বাটনটিকে মাউস দিয়ে চেপে ধরে এনে আপনার ব্রাউজারেরবুকমার্ক টুলবারের মধ্যে এনে ছেড়ে দিন। এখন থেকে আপনি যখন কোন ওয়েবসাইটে ভিজিটকরবেন এবং কোন পোষ্ট শেয়ার করতে চাইবেন তখন এই বাটনে ক্লিক করুন। তাহলে নিচেরছবিটির (চিত্র-২) মত একটা পেজ খুলবে। [চিত্র-২] আপনার সামনে একটা নতুন পেজ লোড হবে। আপনাকে মনে রাখতেহবে যে এখানে আপনি মাইক্রো ব্লগের মত করে পোষ্ট করবেন।

কাজেই আপনি ৫০০ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। ব্লগের ক্যাটাগরি, পোষ্টের টাইটেল, বিস্তারিতবর্ননা লিখে “Post As Micro Blog”নামক বাটনে ক্লিক করুন। এই বাটনটিতে ক্লিক করবার পরে নতুন উইন্ডোটি বন্ধ হয়ে যাবে। আপনি এই ক্ষেত্রে কোন মেসেজ পাবেন না। আপনাকে এই পোষ্টটি দেখতে হলে মুল সাইটে ফিরেযেতে হবে।

সাইটটির প্রধান পেজে আপনি চিত্র-৩ এর মত একটা লিঙ্ক দেখতে পাবেন। [চিত্র-৩] এখন টাইটেল বারে ক্লিক করুন। তাহলে ব্রাউজার আপনাকে ঐ শেয়ার করা সাইটটিতেফিরিয়ে নিয়ে যাবে। ঐ সাইটটির উপরে আপনি একটি টুলবার দেখতে পাবেন (চিত্র-৪)। এখানেথেকে আপনি ইচ্ছা করলে অন্যান্য সামাজিক শেয়ারিং সাইটেও এই আর্টিকেলটি শেয়ার করতেপারবেন।

আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। [চিত্র-৪]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।