আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালের গৌরনদীতে বিএনপি-সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন

আমি আমার মতো

বরিশালের গৌরনদীতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম হাওলাদার। আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পরে এক সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নুরুল ইসলাম হাওলাদার বেলা সাড়ে ১২টায় বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে না এমন আশঙ্কা আমার আগে থেকেই ছিল। এ কারণে আমি এখানে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। কিন্তু তারা সেনা মোতায়েন করেনি।

’ আজকের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার ১৫-২০ মিনিট পর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হামিদুল ইসলামের লোকজন সব কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেয়। বিভিন্ন স্থানে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ কারণে আমি নির্বাচন বর্জন করেছি। এখানে সেনা মোতায়েন করে পুনর্নির্বচান দাবি করছি। ’ তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেই তাঁর কাছে খবর রয়েছে।

তাঁর কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলেও তিনি জানান । অন্যদিকে হামিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকায় জনগণ আছে। তারা সবাই সাক্ষী। বিপক্ষ প্রার্থীর সমর্থকদের কেউ মারধর করেছে অথবা ঝামেলা হয়েছে, এমন কোনো অভিযোগ নেই। এমন সুষ্ঠু নির্বাচন এর আগে গৌরনদীতে কোনো দিন হয়নি।

বিএনপির প্রার্থী তাঁর পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত বলেও তিনি অভিযোগ করেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.