আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছি সৌদি আরবে –বিশ পর্ব

স্বাগতম

বাড়ীভাড়া সমাচার বাংলাদেশের মতো বাড়িভাড়া নেয়া সৌদি আরবেও এখন বড় সমস্যা। কারন গত একটি বছর যাবৎ এখানেও দিনদিন বাড়িভাড়া বেড়েই যাচ্ছে। তবে আমি আজ বাড়িভাড়া নেয়ার পদ্ধতি এবং সমস্যাগুলির কথা শেয়ার করবো। সৌদি আরবে বাড়ি তৈরী এবং ভাড়া দেয়া-নেয়ার কাজটি করেন রিয়াল এস্টেট অফিসের মাধ্যমে। যেমন কেঊ (অবশ্যই সৌদিয়ান) বাড়ি বানালে তার ডিজাইন ও প্ল্যান পাশ করানোর সম্পূর্ণ দায়িত্ব নেবেন একটি রিয়াল এস্টেট অফিস আর কেউ যদি নিজের তদারকিতে বানাতে চান তবে অবশ্যই একটি কন্সালটেন্ট অফিসের মাধ্যমে তাকে ডিজাইন করে তা পাশ করিয়ে নিতে হবে।

আমাদের মতো ব্যাক্তিগতভাবে রাজউকে দৌড়াতে দেয়া হবেনা। বাড়ি বানানোর পর বেশিরভাগ বাড়ির মালিক পাচ থেকে দশ বছরের চুক্তিতে বাড়িটি ঐ রিয়াল এস্টেটে দিয়ে দেন। রিয়াল এস্টেটকে এদেশে আকারি বলে। এই আকারি অফিসই বাড়ির অস্থায়ী মালিক বনে যান। বাংলাদেশের প্রচুর লোক এই আকারি অফিসে চাকুরি করেন।

বাড়ির সম্পূর্ন রক্ষনাবেক্ষন এই বাংলাদেশী ভাইয়েরাই করে থাকেন। ভাড়াটে থাকা অবস্থায় ইলেক্ট্রিসিটি বা প্লাম্বিং সমস্যার জন্য এরা সর্বদাই নিয়জিত থাকেন। বাংলাদেশের মতো এদেশেও ব্যাচেলারদের বাসা পাওয়াটাও দুরহ ব্যাপার। ব্যাচেলার বলতে এখানে কর্মজীবি (ছাত্ররা মা-বারার সঙ্গেই থাকে) বিবাহিত এবং অবিবাহিতদেরকেই বুজানো হচ্ছে। এদের জন্য বড় বড় কোম্পানীগুলি শহর থেকে একটি দূরে ক্যাম্প বানিয়ে দেয় বা মধ্যম সারির কোম্পানীগুলি ফ্যামিলি বাসা থেকে একটু দূরে বাসা ভাড়া করে রাখে।

এছাড়া ফ্রি-ভিসাতে আসা লোক নিজেরাই রুমভাড়া নিয়ে একই রুমে ৪/৫জন করে নিরাপদ এলাকাতে থাকে। আমার দেখা একটি অভিজ্ঞতার কথা বলছি। আমার কোম্পানীর কর্মচারীদের জন্য একটি আকারি অফিস থেকে বাড়ি ভাড়া নেই ৬ মাসের চুক্তিতে। এখানে কম করে ৬ বা এক বছরের জন্য বাড়ি ভাড়া নিতে হয় এবং ভাড়াও একত্রে দিতে হয়। আমাদের লোকজন সেখান থেকেই বাসে করে কর্মস্থলে যাতায়ত শুরু করলেন।

দিন দশেক পর সেখানকার ফোরম্যান ফোন করে জানালো পার্শ্ববর্তী এক সৌদি লোক এসে এই বাড়ি ছেরে অন্য জায়গায় চলে যেতে বলেছেন। আমরা আকারি অফিসে খোজ নিলাম তিনিও বললেন ঐ বাড়ি ছেরে না দিলে ঐ লোক মতুয়া(ইসলামিক ম্যাজিট্রেট) ডাকার হুমকি দিয়েছেন। তার অভিযোগ ছিল আমাদের লোকেরা বাথরুমে গোসল না করে খোলা উঠোনে সবাই খালি গায়ে গল্প ও গোসল করেন যাহা পাশের বাড়ি থেকে দেখা যায়। তাই তাদেরকে অবশ্যই এখান থেকে চলে যেতে হবে। অনেক দৌড়াদৌড়ি করে কিছুই হলোনা বাসাটা ছাড়তেই হয়েছিল।

অন্যদিকে ফ্যামিলিদের বাসা নেয়াও এদেশে আরেকটা ঝামেলার কাজ। বাসা খুজতে হলে প্রথমেই দেখতে হবে ঐ বাড়ির অন্যান্য ফ্লাটে কারা থাকেন। সৌদি থাকলে প্রথমেই বাদ। আমার এক পরিচিত বন্ধু সৌদি ফ্যামিলির প্রতিবেশী হয়েছিলেন। তার ঘড়ের ভেতর ছোট বাচ্চারা কেন হৈ চৈ করছেন দরজায় টোকা মেরে জিজ্ঞেস করতেন।

অথচ তারই নিজের বাচ্চারা বাড়ি মাতিয়ে রাখতো সারাক্ষন। এ ছাড়া নিকট আত্মীয় ব্যাচলর কেন আসছে এই নিয়ে মহা ঝামেলা। আমাদের রান্না করা মসল্লার গন্ধ নিয়েও তাদের আপত্তি। তাই এতোসব ঝামেলায় কেঊ যেতেই চায়না। বন্ধুটিও বাধ্য হয়েছিল বাসাটিই ছেরে দিতে।

এইসব কারনে দেখা যায় বাংলাদেশীরা প্রতিবেশী খোঁজেন বাংলাদেশী,পাকিস্তানী,হায়দ্রাবাদি বা বোম্বের লোকদের। কেরালারা খোঁজেন কেরালা,মাদ্রাজী আর শ্রীলঙ্কানদের। পিলিপিনোরা খোঁজেন শুধুমাত্র ফিলিপিনোদেরকেই। সৌদিবাদে অন্যান্য আরবদের সঙ্গে থাকা অবশ্য অসুবিদা নেই কিন্তু মিশরীয়রা যখন মাছ পুরিয়ে খায় সেই দূর্গন্ধে আমরাতো দুরের কথা ভূতও পালিয়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.