আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজার শেয়ার বাজার, আজ গরম তো কালকে লুজার

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

শেয়ার বাজার শেয়ার বাজার, আজ গরম তো কালকে লুজার। বাড়ছে যে দাম লাগাম ছাড়া, মানছে না তো কোন ধারা। যতই বসাও সার্কিট ব্রেকার, লাভ নিয়ে যায় দালাল-ব্রোকার।

লাভের লোভে ফাঁদে পড়ে, হাহাকার যে ঘরে ঘরে। লাফিয়ে বাড়ে মূল্য সূচক, বড় জুয়ারী যে আসল শোষক। জুয়া খেলার নিয়ম যা থাক, কিনব শেয়ার দিচ্ছে যে ডাক। কাজ কর্ম সব ছুঁড়ে ফেলে, শেয়ার কিনে নাও দলে দলে। একটাই পথ কপাল ফেরার, আজব কারবার টাকা ধরার।

শেয়ার প্রতি মুনাফা কত, না দেখে শেয়ার কিনছি শত। বুঝি না শেয়ার কিচ্ছু যে ছাই! ভাগ্য বদলের উপায় এটাই। বিনিয়োগ কর শেয়ারের পিছে, অর্থনীতির সব তত্ত্ব মিছে। জিডিপির হার যাক সে চুলায়, শেয়ার বেচে লাভ ভরব ঝোলায়। শেয়ারের দর উঠে নামে, শেয়ারবাজারীর কপাল ঘামে।

মানছে না তা কিছুতেই বশ হুড়মুড়িয়ে নামল যে ধস। কোরামিন দিয়ে ঠেকাও বাজার, এসইসি হোক বিনিয়োগ মাজার। পালায় না যাতে, আনো আবার মুরগীরাই তো ঘুঁটি, দাবার। (ঈষৎ সংশোধিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.