আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের সদস্যরা শীতকালীন মহরার পাশাপাশি দুস্থদের মাঝে পনের হাজার শীতবস্ত্র বিতরণ ও ২১ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবে



বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের সদস্যরা শীতকালীন যৌথ প্রশিক্ষনের পাশাপাশি দুঃস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন। সোমবার বিকেলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব হায়দার খান এনডিসি পিএসসি এর নির্দেশনায় ডিভিশনের সদস্যরা প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে প্রায় পনের হাজার শীতবস্ত্র বিতরণ এবং প্রায় ২১ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের আউশনারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শীতবস্ত্র বিতরণ এবং ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামসহ ফুলপুর, তারাকান্দা, ভরাভরা, সাগরদিঘি, পাকুটিয়ায় ক্যাম্প স্থাপন করে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। কার্যক্রমের নেতৃত্বে থাকা কর্ণেল মাহবুবুর রহমান জানান, ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া আমাদের এই যৌথ প্রশিক্ষনে সেনাবাহিনীর দুটি ইউনিটের দশজন চিকিৎসক এখানে চিকিৎসা সেবা প্রদান করছেন। ১৫ ও ৮১ ফিল্ড এম্বুলেন্স সিএমএইচ ঘাটাইল ও ময়মনসিংহের চিকিৎসকদল মাঠ পর্যায়ে হাসপাতাল ও মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রায় ২১ হাজার ৭৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়। এছাড়াও অস্থায়ী হাসপাতাল থেকে ১০৭ জন রোগীর অপারেশন সম্পন্ন করা হয়। এসব এলাকায় ৩২টি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জায় প্রায় লক্ষাধিক টাকার বই ও আসবাবপত্র প্রদার করা হয়। মহড়া চলাকালীন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.