আমাদের কথা খুঁজে নিন

   

এই প্রথম নিজের লিখা কবিতা্-প্রচেষ্টা এতো মানুষের সম্মুখে প্রকাস করলাম...... একটু কষ্ট করে পড়বেন please.....

আমি তোমাকেই বলে দেবো, সেই ভুলে ভরা গল্প ......... সঞ্জিব দা কে খুব মিস করি।

জানি আমার দ্বারা কবিতা লিখা হবে না তবুও কাজ না থাকলে কাগজ কলম নিয়ে কিছু করার চেষ্টা করি, মাঝে মাঝে মনে হয় কবিতার মতো হয়ে গেছে। এরকমই কিছু সংগ্রহে থাকা কবিতার মতো দেখতে কিছু লিখা প্রকাস করলাম। ভালো কিংবা বাজে হোক সমস্যা নেই শুধুমাত্র আপনাদের মন্তব্য পেলেই খুশি হবো। সত্যিই চাই আরও একটু হাটতে চাই জনারন্য এই পথের পরে, তোমার সাথে গল্প করে। আরও একটু হাটতে চাই শীত রোদেলা এমন দুপুরে তোমার হাতে মোর হাতটি ধরে। আরও একটু হাটতে চাই জীবনের কোন ভীতিহীন ক্ষনে, তোমায় নিয়ে দূঃখ ভুলে, নিজেকে তোমার আপন করে। কুহেলি সকাল আমি জিজ্ঞাসি তারে, কুহেলি সকালে তাকিয়া আকাশে কিইবা দেখিতে পাও? তবে কি, চক্ষু মেলিয়া হালকা আলোতে স্বপনও দেখিতে চাও? বলি তারে, শৈত্য সকালে কুহেলি মাঝে স্বপন কি আর দেখিবে? স্বপনও সত্য দেখাবো যবে- হাতটি হাতেতে রাখিবে। মেঘপরী আকাশ পানে তাকিয়ে আছি, মনে আমার ভিষন খরা, মেঘপরীগো দেখা দাও এই আমাকে ভিজিয়ে যাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।