আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতিদের মিথ্যাচারের আরো কিছু নমুনা দেখুন।

http://www.facebook.com/Kobitar.Khata

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপোর্টাস ফোরাম নামে একটি ওয়েব সাইট আছে। আমি বিনোদনের অভাব অনুভব করলে কিছুদিন পরপর সেই সাইটে একবার ঢুঁ মারি। আজ অনেকদিন পর আবার ঢুঁ মারলাম এবং যথারীতি আবারো কিছু বিনোদন খুঁজে পেলাম। সেই বিনোদন আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। লেখার শুরুতে যে লিংক দিলাম সেখানেই বিনোদন পেজ পেয়ে যাবেন।

কি লেখা আছে আর আসল ঘটনা কি সেদিকে একটু নজর দেই। তারা লিখেছে: ১. জামায়াত একটি গণতান্ত্রিক দল এবং এটা গণরায়ের উপর আস্থা রাখে। এজন্যই জামায়াত অতীতের প্রায় সবগুলো নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে। অপর পক্ষে জেএমবি সন্ত্রাসে বিশ্বাস করে। এজন্যই তারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে তাদের উদ্দেশ্য সাধন করতে চায়।

আমার কথা: কতবড় মিথ্যাবাদী মুনাফেকের দল চিন্তা করেছেন? তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আল্লার আইন ও সৎ লোকের শাসনের লোভ দেখিয়ে ভোট হাতিয়ে নেয়ার চেষ্টা করে। আর এখানে তারা দাবী করছে জামায়াত একটি গণতান্ত্রিক দল। যদি গণতান্ত্রিক দলই হবি তবে ধর্ম নিয়ে ব্যবসা করিস কেন কুত্তার বাচ্চার দল? তারা লিখেছে: ২. জামায়াত একটি গণমূখী সংগঠন। এর কোন গোপন কর্মসূচী নেই। এর রয়েছে বিশাল সাহিত্য ভান্ডার যা সবার জন্য উন্মুক্ত।

জামায়াতের এ বিশাল সাহিত্য ভান্ডারের কোথাও কেউ জঙ্গীবাদের পক্ষে একটি বাক্যও খুঁজে বের করতে পারবেনা। এমন একটি সংগঠনকে কিভাবে জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত করা যায়? আমার কথা: জামায়াতের কর্মসূচী মানেই সেখানে কঠোর গোপনীয়তা এটা সবাই জানে। আর তাদের নাকি রয়েছে বিশাল সাহিত্য ভান্ডার। কি সাহিত্য সেগুলো? মওদুদির ইসলামকে বিকৃত করা বই আর গো: আজম, নিজামীদের লেখা বই সুবিশাল সাহিত্য ভান্ডার? জামায়াতের বইগুলোর মধ্যে বিরোধীদের দমন করার ব্যপারে মনগড়া অনেক কথা আছে। আওয়ামী লীগ ও অন্য বামদলগুলোর বিরুদ্ধে অনেক আক্রমনাত্মক কথা লেখা আছে।

সেগুলো কি জঙ্গিবাদকে উস্কে দেয়ার জন্য যথেষ্ট নয়? হাস্যকর। তারা লিখেছে: ৩.জামায়াতের কোন নেতা এমন কোন বক্তব্য প্রদান করেননা যা সন্ত্রাসী কর্মকান্ডকে উস্কে দিতে পারে। প্রকৃতপক্ষে কোন অবস্হাতেই জামায়াত তার কর্মী সমর্থকদেরকে উগ্রপন্হা অবলম্বনে উৎসাহিত করেনা। উদাহরণ স্বরূপ ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা আমরা উল্লেখ করতে পারি। লগি বৈঠাধারী আওয়ামী কর্মীদের বিভীষিকাময় আক্রমণের মুখেও আমীরে জামায়াত তার বক্তৃতায় একটি উত্তেজনাকর শব্দও উচ্চারণ করেননি।

আমার কথা: হা হা প গে...... পুরাই হাসতে হাসতে পড়ে গেলাম। ওরা নাকি ২০০৬ এর ২৮ অক্টোবরের আওয়ামী লীগের আক্রমনের মুখে একটি উত্তেজনাকর শব্দও উচ্চারণ করেনি। '' মারো..... বৃষ্টির মতো গুলি করো'.... এই কথাগুলো কারা বলেছিল? এমন নির্লজ্জ মিথ্যাচার শুধুমাত্র জামায়াতের পক্ষেই মানায়। তারা লিখেছে: ৪. শীর্ষ নেতৃবৃন্দসহ জেএমবির অনেক সদস্য গ্রেফতার হয়েছে, কিন্তু তারা কেউ জামায়াতের সাথে তাদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেনি। তবে কিসের ভিত্তিতে জামায়াতের সাথে তাদের জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে।

আমার কথা: অনেক জঙ্গিই জামায়াতের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এমন কি মুক্তি হান্নান পর্যন্ত জামায়াতের সহযোগীতা পাওয়ার কথা স্বীকার করেছে। তারা লিখেছেন: ৫.অনেক সময় বলা হয় জেএমবির অনেক সদস্য আগে জামায়াত শিবিরের সাথে জড়িত ছিল। কিন্তু এ অভিযোগগুলো সম্পূর্ণই ভিত্তিহীন। আর সত্য হলেও বলতে হয় কোন রাজনৈতিক দলকে কি তার প্রাক্তন কর্মীদের কার্যকলাপের জন্য দায়ী করা যায়? আমার কথা: জেএমবির অনেক সদস্য আগে জামায়াতের সাথে সম্পৃক্ত ছিল কথাটা মোটেই মিথ্যা না।

বাংলা ভাই তো নিজেই স্বীকার করেছিল যে সে একসময় শিবিরের নেতা ছিল। তাছাড়া জেএমবি হলো জামায়াতের ''বি'' টিম। জেএমবি দিয়ে জঙ্গি কর্মকান্ড গুলো চালানো হয় বলে অনেকেই মনে করেন। তারা লিখেছে: ৬. বিগত আওয়ামিলীগ সরকারের সময়ই বাংলাদেশে ইসলামের নামে সন্ত্রাসের সূচনা হয়। তখন তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ না নিয়ে বিদেশীদের কাছে নালিশ করেছে।

কিন্তু বিএনপি-জামায়াত সরকারই তাদের সফলভাবে দমন করেছে। জোটের অন্যতম শরীক হিসেবে জামায়াত এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে জনমত তৈরিতে তারা অগ্রণী ভূমিকা পালন করে। এমনকি সন্ত্রাসকে নিন্দা জানিয়ে বড় বড় সমাবেশের আয়োজন করে। আমার কথা: ডাহা মিথ্যা কথা জামায়াতিরা কি করে বলে এই পয়েন্টের কথা গুলো তার উৎকৃষ্ট উদাহরণ।

তাদের সময় সারাদেশে এক সাথে বোমা বিষ্ফোরন ঘটল, অনেকগুলো আত্মঘাতি হামলা হলো অথচ তারা বলছে এটা হয়েছে আওয়ামী লীগের সময়। ছিঃ জামায়াত, ছিঃ। তারা নাকি জঙ্গি দমনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছে। অথচ আমরা জানি তারা জঙ্গি রক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছে। বাংলা ভাইকে রক্ষা করার জন্য নিজামী বলেছিল '' বাংলা ভাই বলে কেউ নাই, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি''।

জঙ্গি রক্ষায় জামায়াতের সেই ভুমিকা আমরা ভুলে যাইনি। জামায়াতিদের নিয়ে আমার কয়েকটি লেখা। আরো লেখা আছে কিন্তু ৫০০+ পোষ্ট থেকে খুঁজে বের করা কঠিন। জামায়াতের ধর্ম ব্যবসার কিছু নমুনা এবং জামায়াত থেকে যে কারণে দূরে থাকতে হবে। জামায়াতি ব্লগারদের কাছে ৩টি প্রশ্ন।

সমকামী ডাঃ তাহের সম্পর্কে আরো জানুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।