আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের শীতবস্ত্র বিতরণ : ইসলামী রাষ্ট্র হলে কাপড়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না : এটিএম আজহার

আমি সফল হতে চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহ তাদের কখনোই অনুগ্রহ করে না। তাই আল্লাহর অনুগ্রহ পেতে হলে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই দুস্থ, আর্ত-পীড়িত এবং বিপন্ন মানুষের কল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামী দিনেও এ কল্যাণকামিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, জামায়াত আল্লাহর জমিনে তার দ্বীন কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর ইসলামী রাষ্ট্র হলে জনগণের সব দায়দায়িত্ব রাষ্ট্রের ওপর বর্তাবে। তখন শীতের কাপড়ের জন্য কাউকে লাইনে দাঁড়াতে হবে না। তিনি গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রামপুরা থানার উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এটিএম আজহার বলেন, আমাদের দেশে দ্বীন কায়েম নেই বলেই মানুষের কাছে মানুষকে হাত পাততে হয়। আর এ অবস্থা আমাদের সবার জন্যই লজ্জাজনক।

এ লজ্জা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে দ্বীন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রতিনিয়ত জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বলা হলেও জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, মূলত তাদেরই ভাগ্যের পরিবর্তন হতে দেখা গেছে। দেশের মানুষ বারবার আশাহত হয়েছে। কিন্তু ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে সে অবস্থা আর থাকবে না। এই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার অন্যায়ভাবে ও ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের আটক করে দেশ ও জাতির খেদমত থেকে তাদের বঞ্চিত করছে।

তিনি জামায়াত নেতাদের মুক্তির জন্য উপস্থিত জনতার দোয়া কামনা করেন। তিনি বলেন, দেশের যে কোনো সমস্যা এককভাবে কারো পক্ষেই সমাধান করা সম্ভব নয়। এ ব্যাপারে সমাজের সব শ্রেণীর মানুষ ও প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃহত্তর জাতীয় ঐক্যও সময়ের সবচেয়ে বড় দাবি। তিনি দুস্থ, দারিদ্র্যপীড়িত ও বিপন্ন মানুষের কল্যাণে কাজ করার জন্য সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষ এবং সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

হামিদুর রহমান আযাদ এমপি বলেন, জামায়াত একটি কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। এটি সর্বাবস্থায় দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে থাকে। এর ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণের আয়োজন। জামায়াত অতীতে যেমন আর্তমানবতার কল্যাণে কাজ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.