আমাদের কথা খুঁজে নিন

   

শুভেচছা বিনিময়



বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের লিখছি। তোমাদের শহরে আসার সু্যোগ পাইনি অনেকদিন। শুনিনি তোমাদের কথা, জানতে ও জানাতে পারিনি কত অনুভূতি, ইত:মধ্যে কত গান হয়েছে, কত সুর কেটেছে, কত নদী পথ বদলেছে, প্রতিটি সেদিনের পরদিন সময় আমাদের বুড়ো করে চলেছে। ভাবনা কেমন আপ্লুত করে তোলে মাঝে মাঝে। মনে হয় এক ছুটে স্বপ্নের বেগে লক্ষে পৌছে যাই। কিন্তু মরন ছাড়া যে আর সব লক্ষ ই মিথ্যে( কিংবা পরিবর্তনশীল)। মরনের পর রবিন্দ্রনাথ কে নিয়ে কে কি করছে তাতে কি তার কিছু আসছে যাচ্ছে? রবি কি তা জানতোনা? তবে কি সে সারা জীবন মরনের প্রস্তুতি নিয়েছে? আমি জানিনা। শুধু জানি, কেমোন যেনো বিষন্নতা আমাকে ভর করে আছে। তোমাদের দিন গুলো কেমন কাটছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।