আমাদের কথা খুঁজে নিন

   

এক বার শুধু ছুঁয়ে যাও

....
ভিড় ঠেলে তুমি চলে যেতে যেতে তাকিয়ো না শেষ বার সিগনালে আলো সবুজ হলেও ডাকবোনা আমি আর নাই বা থাকলো গোলাপের তোড়া হেমন্ত দিন শেষে এক বার শুধু ছুঁয়ে যাও এই শহরের মাঝে এসে বনপথ ধরে ছুটে চলে যাই জীবনের লং ড্রাইভে স্পীডোমিটারকে পুড়িয়েছে ঠোঁট, সে আগুন যায় নিভে নাই বা থাকলো বুকে বিঁধে যাওয়া চাউনি সর্বনেশে এক বার শুধু ছুঁয়ে যাও এই সবুজের মাঝে এসে বর্ষা মেঘের আনাগোনা দেখি আকাশ করেছে কালো তোমারই জন্য বিদ্যুতে আঁকা ছড়িয়ে দিয়েছি আলো নাই বা থাকলো রেনকোট আজ ঝোড়ো হাওয়া একপেশে এক বার শুধু ছুঁয়ে যাও এই শ্রাবণের মাঝে এসে উদাসী রাতের বুক চিরে কোন নীল তারা খসে পড়ে জোনাকির আলো পাঠিওনা আর ইন্টেল প্রসেসরে নাই বা থাকলো উষ্ণতা রাত মেঘেদের সাথে ভেসে এক বার শুধু ছুঁয়ে যাও এই জ্যোৎস্নার মাঝে এসে কিছু ছবি তোলা যায়নি কখনো ডিজিটাল ক্যামেরাতে সেই বিটম্যাপ উত্তাপ হয়ে মিশে যায় দুই হাতে শুধু পেতে রাখি স্মৃতির বিছানা জানালার ধার ঘেঁষে এক বার তুমি ছুঁয়ে যাও এই হৃদয়ের মাঝে এসে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।