আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরে জনতার মুখোমুখি চার মেয়র প্রার্থী

সাংবাদিক, শিক্ষক

বৃহস্পতিবার বিকালে মহেশপুর পৌরসভা চত্তরে আয়োজিত প্রার্থীদের পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা দুর্নীতিমুক্ত, নাগরিকবান্ধব, আধুনিক পৌরসভা গঠনের অঙ্গীকারে বদ্ধ পরিকর। মহেশপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৪ মেয়র প্রার্থী হাতে হাত রেখে শপথ করেন একই সঙ্গে উপস্থিত পৌর ভোটাররা সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের স্বপে ভোটাধিকার প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। সুশাসনের জন্য নাগরিক-সুজনও মহেশপুরের মানবাধিকার সংগঠন আরডিসির যৌথ আয়োজনে মেয়র প্রার্থীরা একই মঞ্চে মিলিত হন। মহেশপুরে সুজনের আহ্বায়ক মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক এটিএম খায়রুল অনামের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের নির্বাচনী হলফনামায় প্রদত্ত তথ্যগুলো জনগণকে অবহিত করা হয়। অনুষ্ঠানে উš§ুক্ত প্রশ্নোত্তর পর্বে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থীরা।

মহেশপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থী আব্দুর রশিদ খান, আলহাজ আজিজুল হক খান, এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু ও ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন সধারন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরগন। অনুষ্ঠানে প্রধান অতিথি সুশাসনের জন্য নাগরিক- সুজনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ডঃ বদিউল আলম মজুমদার, খুলনা বিভাগের সুজনের কো- অডিনেটর খোরশেদ আলম। আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সহয়তায় প্রার্থীরা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনা ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তারা মহেশপুর পৌরসভার নানাবিধ সমস্যা বিশেষ করে রাস্তা-ঘাট উন্নয়ন, বিদুৎ, যানজট, মাদক সমস্যা, শিশু ও কিশোরদের বিনোদন ও খেলাধুলা, কবরস্থান, শশ্মান, মসজিদের উন্নয়নের জন্য পৌরবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন। জনতার মুখোমুখি অনুষ্ঠানটি পৌর বাসী উৎসব মুর্খর পরিবেশে উপভোগ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.