আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের জন্য বড় হুমকি যুক্তরাষ্ট্র ......................... তুরস্কের জরিপ



তুরস্কের জনগণের দৃষ্টিতে বিশ্বের জন্য প্রধান হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল রাষ্ট্র। আঙ্কারা ভিত্তিক একটি মেট্টোপোল গবেষণা প্রতিষ্ঠানের জরীপে গতকাল বুধবার একথা বলা হয়। জরীপে প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ হুমকি হিসেবে মনে করে তুর্কী জনগণ। জরীপের ৪২ দশমিক ৬ শতাংশ মতামতদাতার মতে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ইসরাইলকে ২৩ দশমিক ৭ শতাংশ, তৃতীয়স্থানে রয়েছে ইরান এবং ৪র্থ স্থানে রয়েছে গ্রীস।

গ্রীসের পক্ষে ২ দশমিক ৩ শতাংশ মত দেয়। অন্য এক প্রশ্নের জবাবে ৬৩ দশমিক ৬ শতাংশের মতে, ইসরাইলের সাথে সম্পর্ক শীতল রাখা উচিত। অন্যদিকে ২৭ দশমিক ৯ শতাংশ মনে করেন সম্পর্ক উন্নয়ন করা উচিত। গত বছর ৩১ মে গাজা উপত্যকা অভিমুখে তুর্কী ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলায় ৯ তুর্কী নাগরিক নিহত হয়। এতে দু'দেশের সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটে।

অত্র অঞ্চলে মার্কিন বিদেশ নীতি বিশেষ করে ইরাকে আগ্রাসনের পর স্বাধীন কুর্দিস্তানের সম্ভাবনা দেখা দেয়ায় উদ্বেগ বাড়ছে। কারণ স্বাধীন কুর্দিস্তানে তুরস্কের অঞ্চলও রয়েছে। প্রাথমিক এক জরীপে দেখানো হয়, ৮৬ শতাংশ তুর্কী মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে তুরস্ককে বিভক্ত করা। ২০০২ সালে তুরস্কে ইসলামপন্থী সরকার আসার পর ইসরাইলের সাথে সম্পর্কের অনবতি ঘটে এবং ইরানের সাথে সম্পর্ক উষ্ণ হয়। জরীপে ৬৮ দশমিক ৬ শতাংশ ইরানের পরমাণু অস্ত্র উন্নয়নে উদ্বিগ্ন এবং ২২ দশমিক ৭ শতাংশ এতে খুশি।

তুরস্কের দেড় হাজার নাগরিকের মতামতের ভিত্তিতে এ জরীপ করা হয়। আঙ্কারা থেকে এএফপি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.