আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ায় বছরে কাজের সুযোগ পাবে ১০০ বাংলাদেশি তরুণ



বিশ্ববিদ্যালয় পর্যায়ের একশ' জন বাংলাদেশি তরুণকে প্রতিবছর 'ওয়ার্কস অ্যান্ড হলিডে' ভিসার অধীনে অস্ট্রেলিয়ায় চাকুরির সুযোগ দেবে সেদেশের সরকার। এর আওতায় ভিসাপ্রাপ্তরা অস্ট্রেলিয়ায় গিয়ে এক বছর চাকরি করতে পারবে। অস্ট্রেলিয়ান অভিবাসন এবং নাগরিকত্ব বিভাগ (ডিআইএসি) জানিয়েছে, ওয়ার্কস অ্যান্ড হলিডে চুক্তির আওতায় সমসংখ্যক অস্ট্রেলিয়ান তরুণও বাংলাদেশে চাকরির সুযোগ পাবে। এ সুযোগ যারা পাবে তাদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। গত ৩১ ডিসেম্বর এ সুযোগ কার্যকর শুরু হয়েছে।

তবে ভিসা প্রদান প্রক্রিয়া অস্ট্রেলিয়ান অর্থ বছর অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে প্রতিবছর উভয় দেশ থেকে একশ' জন তরুণকে এ ভিসা দেওয়া হলেও আগামীতে এ সংখ্যা বাড়ানো হবে বলেও ডিআইএসি জানায়। ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন জানায়, ২০০৮ সালের ৮মার্চ দুই দেশের মধ্যে এ চুক্তিটি সম্পাদিত হলেও গত ৩১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। এ ভিসা পেতে আবেদনকারিকে প্রথমে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের আবেদন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনে ভিসার আবেদন করতে হবে।

ডিআইসি জানায়. ওয়ার্কিং হলিডে ভিসার সঙ্গে ওয়ার্কস অ্যান্ড হলিডে ভিসার পার্থক্য রয়েছে। এ ভিসা পেতে সরকারের অনুমোদন প্রয়োজন হবে। প্রাথীকে অবশ্যই উচ্চ শিক্ষা অর্জন অথবা অধ্যয়নরত হতে হবে এবং ইংরেজি ভাষার প্রায়োগিক দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের আগে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্ক, চিলি ও যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কিছু দেশের সঙ্গে এ ধরনের চুক্তি করেছে অস্ট্রেলিয়া। এ চুক্তির ফলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ভবিষ্যতে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং উভয় দেশের জনগনের মধ্যে একটি সংযোগ স্থাপিত হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.