আমাদের কথা খুঁজে নিন

   

নানু বাড়ির ভাত

আমার ব্যক্তিগত ব্লগ

সব ছোট বাচ্চাই বাইরে বেড়াতে পছন্দ করে। শাফিনও খুব বাইরে ঘুরতে পছন্দ করে। বাইরে বের হলে ও যদি অসুস্থও থাকে তো তা ভুলে যায়। শহরের এতো দূষিত পরিবেশ, তারপরও যেখানেই যাই ওকে সাথে নিয়ে যাই। এখন ওকে রেখে কোথাও গেলে নিজেরই খুব চিন্তা হয়, কেমন আছে, কি করছে ইত্যাদি।

আজও বলল "তা তা যাব"। মানে বেড়াতে যাব। আমি জানতে চাইলাম নানু বাড়ি যাবেন? সাথে সাথে মাথা নেড়ে বলল হ্যাঁ। নিয়ে গেলাম। নানু বাড়িতে গেলেই ওর ভাত খেতে ইচ্ছা করে।

এবার আমি সাথে করে ভাত নিয়েই গিয়েছিলাম, ঘরে খায়না, অথচ বাইরে সবাইকে দেখায় মহারাজ খুব খাওয়া দাওয়া করেন। ২ বার নিয়েই বলল খাবে না, ও নানুর বাড়ির ভাত খাবে। মানে সাদা ভাত। সাদা ভাত দিলাম। কয়েকবার খেয়েই তার খাবার নাটক শেষ।

কিন্তু প্লেট খালি করতে হবে। তাই ভাত সব নিচে ছুড়ে ছুড়ে ফেলতে লাগল। বললাম প্লেট খালি করতে হবে না, না খেতে চাইলে চলে যাও, ও চেয়ার থেকে নেমে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।