আমাদের কথা খুঁজে নিন

   

অভাববোধ -সুকান্ত পার্থিব



আমি একা, বড়ই একা তোমাদের এই বিষাক্ত নষ্ট পৃথিবী’তে, নিঃসঙ্গতার বেড়াজালে একাকী অবিরাম হেঁটে চলেছি অনন্তকালের সেই দূর্গম পথে দ্ব্যর্থহীনভাবে। তীব্র শীতের উন্মত্ততায় শীত বস্ত্রহীন আমি কেঁপে উঠছি প্রতিমুহূর্তে বরফ রানী’র পরশে! তোমরা কেউ কি পারবে দিতে আমায় সূর্যের উষ্ণতা? সাদা কুয়াশাচ্ছন্ন আকাশ ভেদ করে সেই উতপ্ত আলোকরশ্মি পৌঁছাতে পারবে আমার প্রতিটি ইউক্যারিওটিক কোষে? যে উষ্ণতা অনুভব করে জীর্ণ শীর্ণ অর্ধবস্ত্র পড়া মানুষগুলো আমার মতোই জেগে উঠতে পারবে সূর্যের স্নেহময় তেজোদীপ্ত আলোকছটায়!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।