আমাদের কথা খুঁজে নিন

   

এই শীতে দিনাজপুর থেকে বেড়িয়ে আসুন

আমি খুবই সাধারণ

শীতকাল কোথাও বেড়াতে যাওয়ার উত্তম সময়। এ সময় পিকনিক ও সফরের ধুম পড়ে যায়। আজ আমি আপনাদেরকে উত্তরবঙ্গের দিনাজপুর থেকে বেড়িয়ে যাওয়ার দাওয়াত দিচ্ছি। দিনাজপুর সম্পর্কে কি বলবে জেলা বাতায়ন যা লিখেছে তা হলো: দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর গুচ্ছ গুচ্ছ লিচু বাগানের জেলা দিনাজপুর। উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে বিস্তৃত এ জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড়, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট, পূর্বে নীলফামারী ও রংপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।

লোকশ্রুতি অনুযায়ী, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তাঁর নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। ব্রিটিশরা এ অঞ্চল জয়ের পর ঘোড়াঘাট সরকার বাতিল করে একটি নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে তার নামকরণ করে দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে পুরনো শহরগুলোর একটি দিনাজপুর। রাজশাহী বিভাগের বৃহত্তম অন্নপূর্ণা এ জেলা উত্তরবঙ্গের শস্যভান্ডার হিসেবে পরিচিত।

পর্যটনের দিক দিয়েও দিনাজপুর এক আদর্শ জেলা। এখানে রয়েছে কান্তজিউ মন্দির, রামসাগর দিঘি, সীতাকোট বিহার, নয়াবাদ ও সুরা মসজিদ এবং স্বপ্নপুরীর মতো দর্শনীয় স্থান। এবার আমি জানাচ্ছি কিভাবে দিনাজপুরে আসতে পারেন> বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে আপনি আসতে পারেন। তবে আমি ঢাকা থেকে আসার কথা লিখছি। অন্য কোন জায়গা থেকে আসতে হলে আমাকে জানাবেন আমি জানানোর চেষ্টা করবো।

ঢাকা থেকে গাবতলী, কল্যাণপুর ও মহাখালী থেকে বাস সার্ভিস আছে। শুধুমাত্র মহাখালী থেকে এস এ পরিবহন ব্যতীত অন্য কোন সার্ভিসের এসি সার্ভিস নেই। তবে এসি না থাকলেও বাসের সার্ভিস বেশ ভালো। এগুলোর মধ্যে নাবিল, রোজিনা, বাবলু, শ্যামলী ও হানিফ অন্যতম। এদের মধ্যে নাবিল বেশ জনপ্রিয়।

বাস ভাড়া ঈদের সময় ৪৪০ টাকা। আর অন্য সময় ৩২০-৩৫০। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে ঢাকা থেকে সকাল ৯:৪৫ এ একতা আর রাত ৭.৪৫ এ দ্রুতযান আছে তবে বাংলাদেশের ট্রেনের যা অবস্থা হয় সেই রকমই। ক্যান্টনমেন্ট থেকে সকাল ৮: ৩০ এ নীলসাগর আছে যা নীলফামারী যায়। আপনি এই ট্রেনে গেলে ফুলবাড়ী বা পার্বতীপুরে নামতে হবে আর বাসে চড়ে দিনাজপুর শহরে যেতে হবে।

অন্যান্য ট্রেনের তুলনায় এ ট্রেনে সার্ভিস মোটামুটি আর এসি ও আছে। ভাড়াও কম। ঢাকা রেলস্টেশনের টেলিফোন নম্বর: 028315857 আপনি যদি অন্য কোন জায়গা থেকে আসতে চান তবে আমাকে জানাবেন। আমি জানানোর চেষ্টা করবো। আমাকে ইমেইল করতে পারেন: দিনাজপুরে কি কি দেখবেন এবার বলছি: • কান্তজীর মন্দির (কাহারোল) • নয়াবাদ মসজিদ (কাহারোল) • কড়াই বিল (বিরল) • রামসাগর (সদর) • বড় পুকুরিয়া কয়লা খনি (পার্বতীপুর) • স্বপ্নপুরী (ফুলবাড়ী) • মধ্যপাড়া কঠিন শিলা খনি (পার্বতীপুর) • মাতাসাগর,সুখসাগর (সদর) • রাজবাড়ী (সদর) • সিংড়া ফরেস্ট (বীরগঞ্জ) • হিলি স্থলবন্দর (হাকিমপুর) • সেতাবগঞ্জ চিনিকল (বোচাগঞ্জ) • দলার দরগা-ভাদুরিয়া (ঘোড়াঘাট) • পাখির গ্রাম-ভাটিনা, ইউনিয়ন-শেখপুরা (সদর) • সুরা মসজিদ (ঘোড়াঘাট) • সীতাকোট বিহার (নবাবগঞ্জ) • স্বপ্নপুরী (নবাবগঞ্জ, তবে ফূলবাড়ী থেকে কাছে) এবার কিছু ছবি দেখি: কান্তজির মন্দিরের ছবি রামসাগরের ছবি: নয়াবাদ মসজিদ: দিনাজপুর রাজবাড়ী স্বপ্নপুরী আরো জানতে ক্লিক করুন: http://www.dcdinajpur.gov.bd http://www.edinajpur.tk/ আমি দিনাজপুরের সবগুলো উপজেলা ও জেলার মানিচত্র আপলোড করেছি ডাউনলোড করতে পারেন: http://www.mediafire.com/?tdfru2czxlh1b21


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।