আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়ার বাজির ঘোড়া হতে পারে: ফ্যাবলেট

এমন অনেকেই রয়েছেন যারা ফোন হিসেবে নোকিয়াকে পছন্দ করলেও নোকিয়া ব্যবহার করেন না শুধুমাত্র তাতে ব্যবহৃত অপারেটিং সিস্টেমটির জন্য। অবশ্য নোকিয়া একটি জরিপে পেয়েছে- নোকিয়ার অপারেটিং সিস্টেম এখনকার বাজারে খুব কম মানুষই পছন্দ করে, তা হোক পুরোনো সিম্বিয়ান ওএস কিংবা, হোক উইন্ডোজ ৮ এর ফোন ভার্সন। গুঞ্জন শোনা যাচ্ছে যে তাই নোকিয়াকে সবাই পরামর্শ দিচ্ছে উইন্ডোজ৮ সমর্থিত বড় আকারের ডিভাইস বাজারে আনার জন্য। যাইহোক, তবে এখন আপনাদের যে ডিভাইসটি সম্পর্কে বলছি, তা নিঃসন্দেহে চমকপ্রদ। বলছি নোকিয়া লুমিয়া ফ্যাবলেটের কথা।


ছবি: নোকিয়া লুমিয়া ফ্যাবলেট স্লাইড করা হলে যেমন দেখাবে
দেখলেন Edgar Mkrtchyan এর ডিজাইনকৃত নোকিয়া লুমিয়া ফ্যাবলেট। অসাধারণ ডিজাইনের এই ট্যাবলেট নিয়েই অ্যাপল বা, স্যামসাং কে টেক্কা দেওয়ার জন্য মাঠে নামতে যাচ্ছে নোকিয়া। কেন বাজির ঘোড়া হতে চলেছে এই ফ্যাবলেট? চলুন জেনে আসি এর কিছু অভ্যন্তরীন খবর। নোকিয়া লুমিয়া ফ্যাবলেট’টিতে রয়েছে স্লাইডেড কি-বোর্ডটি QWERTY সিস্টেমে সাজানো। এর অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে উইন্ডোজ ফোন ৮.১।

বেশ কয়েকমাস ধরে কাজ চলতে থাকা এই ডিজাইনটি সম্প্রতিই শেষ করেছে নোকিয়া। যা এখন চীনের একটি মোবাইল অ্যাসেম্বলিং প্রতিষ্ঠানে প্রস্তুত হচ্ছে বাজারে আশার অপেক্ষায়। প্রযুক্তি ও গ্যাজেট প্রেমীদের মাথা নষ্ট করার ডিজাইন আর আকর্ষনীয় সব ফিচার নিসন্দেহে অ্যাপল ও স্যামসাংকে ফেলে দিতে পারে কঠিন প্রতিদ্বন্দিতায়।
ফ্যাবলেটে কি-বোর্ড ফিচরটি রাখা হয়েছে, যেন ব্যবহারকারীরা দু’হাতেই আরও দ্রুত টাইপ করতে পারেন। এতে রয়েছে ৮ইঞ্চির পর্দা যা, আঙ্গুলের ছাপও পড়তে পারে Finger Print Scanner এর মাধ্যেম।

শোনা যাচ্ছে আইফোনের পরবর্তী ভার্সনে এই ফিচারটি থাকার সম্ভাবনা রয়েছে।
এই ট্যাবলেটটির সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। যার ফলে জানা যায়, ফোনটি বানাতে ব্যবহার কার হচ্ছে পলিকার্বোনেট রিয়ার সেল। এছাড়াও থাকছে প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের ছোঁয়া। ফোনটির সাথে আপনি স্টাইলাসও ব্যবহার করতে পারবেন।


ক্যামেরার ব্যাপারে জানা যায়, ফোনটির পেছন রয়েছে ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। সাথে ভিডিও কলিং কিংবা, চ্যাটিং এর জন্য সামনে ব্যবহার করা হয়েছে ৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে নিজের ছবি তুলতে পারবেন খুব সহজে আর ছবির মানও খারাপ আসবে না। ৮ ইঞ্চির পর্দাটির রয়েছে সম্পূর্ণ হাই-ডেভিনেশন বা, এইচডি রেজুলেশন সাথে হালকা বাকানো ডিজাইন। তাতে আপনি ছবি বা, ভিডিও দেখে তো মজা পাবেনই – আর অ্যাপস্ চালাতেও পাবেন দ্বিগুন আনন্দ।
ছবি: চীনের মোবাইল অ্যাসেম্বল হতে থাকা লুমিয়া ফ্যাবলেটের কভারের ছবি ফাঁস করে দেন এক কর্মী
নোকিয়া লুমিয়া ফ্যাবলেটে ব্যাটারীরও রয়েছে নোকিয়ার সুখ্যাতিপূর্ণ বৈশিষ্ট্য।

6000 mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারী সব সময়ই রশদ যোগাবে উন্নতর কনফিগারেশনের এই ট্যাবলেটে। জানা যায় যে, প্রসেসর হিসেবে হয় স্ন্যাপড্রাগন ৮০০ অথব্য, ট্যাগরা ৫ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এর ইন্টারনাল মেমরী হবে ৬৪ কিংবা ১২৮ গিগাবাইট।
তা আপনি কি মনে করেন? নোকিয়া কি সত্যিই পারবে অ্যান্ড্রয়েড আর আইফোনের ভিড়ে নিজের হারানো অস্তিত্ব পুনঃরুদ্ধার করতে? কেমন লাগলো এই লুমিয়া ফ্যাবলেট, তা নিয়ে আমাদের মন্তব্য জানাতে ভুলবেন না যেন!
সংগৃহিত: http://www.phonejagat.com/1912.html

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।