আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রাজ ক্যাফে নিয়ে জন

বলিউডি সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’ নির্মাণে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকষে গোপনে আর্থিক সহযোগিতা করেছেন, টিনসেলের এমন গুজবকে ভিত্তিহীন বলে দাবি করলেন জন আব্রাহাম। মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জন এ বিষয়ে বলেন, “রাজাপাকষে এ সিনেমায় গোপনে আর্থিক সহযোগিতা দিয়েছেন এ তথ্য পুরোপুরি ভিত্তিহীন। ভিয়াকম ১৮ মোশন পিকচার্স আমার সিনেমাটি প্রযোজনা করেছেন।

এমন গুজবে তাদের খারাপ লাগতে পারে। তাই আমি স্পষ্ট করে জানাতে চাই, সিনেমার প্রযোজকদের বাইরে অন্য কেউ গোপনে আর্থিক সহযোগিতা করেননি। ”
জন সিনেমাটির বাজেট সম্পর্কে বলেন, “আমরা খুব ভেবেচিন্তে সিনেমাটির বাজেট নির্ধারণ করেছিলাম। আর বাজেটের বাইরে আমরা কিছুই করিনি। আমরা শুধু সঠিকভাবে সিনেমার গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি।


১৯৯০ সালে শ্রীলঙ্কার একটি গোপন অপারেশনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মাদ্রাজ ক্যাফে’। সুজিত সরকার পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নার্গিস ফাখরি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রাশি খান্না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।