আমাদের কথা খুঁজে নিন

   

শচীন টেনডুলকার আর তার রেকর্ডের ঝুলি।

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

শচীন রমেশ টেনডুলকার। বিশ্ব ক্রিকেটে এমন একটি বিস্ময়কর নাম। ক্রিকেটকে শুধু দিয়েই যাচ্ছেন। অনেক রেকর্ড করেছেন। আবার অনেক সময় নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন।

তার কিছু অনন্য রেকর্ড তুলে ধরার প্রয়াস নিচ্ছি। • একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে ১৪০০০+ রান করতে পেরেছেন। • একমাত্র ব্যাটসম্যান যিনি অর্ধশতক সেঞ্চুরির মাইলফলক অতিক্রম করেছেন। • যিনি টেস্ট ক্রিকেট ও আন্তর্জাতিক একদিনের খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের মালিক। • সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন।

• টেস্টে টোটাল ৭ বার ১ ইয়ার ক্যালেন্ডারে ১০০০+ রান করার রেকর্ড শুধু তারই। • সবচেয়ে বেশী ১৫০+ রান করতে পেরেছেন( ২১ বার)। • সবচেয়ে কম বয়সে মেইডেন সেঞ্চুরি করেছেন এই তালিকায় ২য় তে আছেন। মোহাম্মদ আশরাফুল আছেন ১ম স্থানে। • একমাত্র ব্যাটসম্যান যিনি ওয়ানডে তে ২০০ রান করেছেন ( সাউথ আফ্রিকা)।

• একমাত্র প্লেয়ার যিনি ৫ বার ওয়ানডে তে ১৫০+ রান করেছেন। • সবচেয়ে বেশী সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরির মালিক তিনিই। • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশী সেঞ্চুরি হাকিয়েছেন। তার ঝুলিতে এরকম আরও অনেক রেকর্ড আছে। এই মাস্টার পিসের রেকর্ড এক পোস্টে দেয়া সম্ভব না।

আসন্ন বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হবে। এই ক্রিকেটীয় মহাপুরুষ ৩৭ বছর বয়সেও যেভাবে খেলে যাচ্ছেন এক কথায় তা অনন্য। আরও অনেক রেকর্ড তার জন্য অপেক্ষমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.