আমাদের কথা খুঁজে নিন

   

মহেশখালী চ্যানেলে বিদেশী জাহাজে ডাকাতি নৌবাহিনী ৩৯ জনকে ধরেছে

বাংলাদেশ

দক্ষিণ বঙ্গোপসাগরে আমেরিকান ২৫০ কোটি টাকা মূল্যের পণ্যবাহী জাহাজে ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ নৌবাহিনীর এক অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিনচালিত ট্রলার আটক ও ৩৯ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিবরণ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ম্যাঙ্ গ্রম্নপ একটি আমেরিকার পণ্যবাহী জাহাজ দুবাই ওয়ার হাউজ হতে সিঙ্গাপুর বন্দর হয়ে টাগবোর্ট ও বার্জ যোগে ঘোড়াশাল বিদ্যুত কেন্দ্রের জন্য আনুমানিক ২৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন বৈদুতিক যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা করে। এদিকে এ বার্জটি ৩১ ডিসেম্বর ১০ তারিখ সকাল ১০.৩০টায় বঙ্গোপসাগরের কক্সবাজার জেলার মহেশখালী থানার অনতিদূরে ২১ ডিগ্রি-৩১'.০৬ এবং ০৯১ ডিগ্রি -৩৫ এইচ-ই স্থানে পেঁৗছলে ২০/২৫টি দেশীয় বোট যোগে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৮০/৯০ জনের একদল ডাকাত অতর্কিতভাবে জাহাজে ওঠে জিই এইরো এনার্জি ইন্দোনেশিয়ার রোলিট্টেনস পিটিইকে জেনারেটর টারবাইন এর বৈদু্যতিক যন্ত্রপাতিসহ মালামাল লুট করে দেশীয় বোট বোঝাই করে নিয়ে যাওয়ার সময় জাহাজে থাকা ক্রুরা বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে। জাহাজের ক্যাপটেন মাস্টি পার্টেম বিষয়টি ইন্দোনেশিয়ার রোলিট্টাম এবং সিঙ্গাপুরে অবস্থিত স্টার গেস্নাবাল মেরিন পিটিই মাধ্যমে তাদের ফার্মকে অবহিত করলে বিষয়টি বাংলাদেশ নৌবাহিনীকে পুনরায় অবহিত করা হলে নৌবাহিনী বেলা ১.৩০টায় ঘটনাস্থলে পেঁৗছে ডাকাতদের ধাওয়া করে।

বিভিন্ন ট্রলার পালিয়ে গেলেও ধাওয়া করে দুটি দেশীয় ইঞ্জিনচালিত ট্রলারসহ ৩৯ ডাকাতকে ধৃত করা হয়। ট্রলার বোট দুটি হতে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল ও ৫টি দেশীয় 'দা' উদ্ধার করা হয়। কক্সবাজারে উচ্ছেদ অভিযান ৩ কোটি টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার, ৩ জানুয়ারি ॥ অবশেষে পরিবেশ বিধ্বংসী কর্মকা-ে জড়িত ভূমিদসু্য প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যনত্ম টানা ৫ ঘণ্টা ধরে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শহরের কলাতলীর উত্তরণ গৃহায়ন সমিতির দখলে থাকা সরকারী ভূসম্পদ উদ্ধারকল্পে এ অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে আইন প্রয়োগকারী সংস্থা অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ হাজার ইট, দেড় টন লোহার রড, মাটি বহনকারী ১৬টি কাঠের গাড়ি এবং ১০.৫ টন সিমেন্ট জব্দ করে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির নেতৃবৃন্দকে প্রায় ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞাদেশ দেয়া হয় এক শ' একর সরকারী ভূসম্পদের ওপর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।