আমাদের কথা খুঁজে নিন

   

আহমেদিনেজাদের গাড়ি নিলামে

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পোস্টাল।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের ৩৩ বছর পুরনো একটি গাড়ি নিলামে তোলা হয়েছে। গাড়িটি কেনার জন্য এক দরদাতা এক মিলিয়ন ডলার (প্রায় সাত কোটি টাকা) প্রস্তাব করেছে। একটি আরব দেশ থেকে এ দর প্রস্তাব করা হয়েছে। দরদাতাকে এক মাসের মধ্যে প্রস্তাবিত অর্থ প্রদান করতে হবে।

নিলামে বিক্রি হওয়া গাড়িটির সমুদয় অর্থ দেশটির পঙ্গু এবং আর্থিকভাবে অসচ্ছল মহিলাদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রকল্প মেহর আবাসন তহবিলে দেয়া হবে। এরআগে কর্মকর্তারা জানিয়েছিলেন, গাড়িটি নিলামে তোলা হলে দুই হাজার ডলারের বেশি দর প্রস্তাব পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। এ ধরনের গাড়ি প্রায়শই ইরানে বিক্রি হয়। তেহরানের মেয়র থাকার সময় সাদা এ গাড়িটিতে প্রায়ই মাহমুদ আহমেদিনেজাদকে দেখা যেত। অবশ্য ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি গাড়িটি তুলনামূলক কম ব্যবহার করতেন।

এমন সময় আহমেদিনেজাদের গাড়িটি নিলামে তোলা হচ্ছে যখন ইরান দেশটির খাদ্য ও জ্বালানি খাতে ভুর্তুকি প্রত্যাহার করে নিয়েছে। মূলতঃ চতুর্থ দফা জাতিসঙ্ঘ আরোপতি অবরোধের ফলে দেশটির তেল নির্ভর অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।