আমাদের কথা খুঁজে নিন

   

আহারে.... আপু গুলাইন টিকেটের জন্যি এত কষ্ট করতাছে, চোখে পানি আইস্যা গেল

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরুর প্রথম দিন হাজার হাজার ক্রিকেটপ্রেমী টিকিট কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ায়। অনেকে টিকিট কেনার জন্য রোববার সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ ২৪-২৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন। এ ছাড়া টিকিট বিক্রিতে স্বজনপ্রীতি ও অযথা বিলম্বের অভিযোগ করে ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। সিটি ব্যাংকের ৫০টি আর অগ্রণী ব্যাংকের ৩০টি শাখার মাধ্যমে টিকিট বিক্রি গতকাল থেকে শুরু হয়েছে।

দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনে সিটি ব্যাংকের সামনে সংঘাত বাধলে লাঠিচার্জ করে পুলিশ। মিরপুরে সকাল সাড়ে ১০টার দিকে লাইনের আগে-পিছে থাকাকে কেন্দ্র করে ধাক্কধাক্কি শুরু হয়। এ অবস্থা বেশ কিছুক্ষণ চলতে থাকে। বেলা সোয়া ১২টার দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ তা থামাতে যায়। তখন পুলিশের সঙ্গে টিকিট প্রার্থীদের সংঘর্ষ শুরু হয়।

দারুস সালাম থানার ওসি আবদুল মালেক বলেন, হট্টগোল সৃষ্টি হলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় একটি বাস ভাঙচুর হয় বলে তিনি জানান। ধানমণ্ডি ২ নম্বর সড়কে সিটি ব্যাংকের সামনেও দুপুর ১২টার দিকে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ হয়। সিটি ব্যাংকের মালিবাগ, শান্তিনগর শাখার সামনেও টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন পড়ে। দুপুর ১২টার দিকে মালিবাগ শাখায় লাইনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি হয়।

পরে সবাইকে একটি কাগজে সিরিয়াল নম্বর লিখে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করাতে সক্ষম হয় পুলিশ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।