আমাদের কথা খুঁজে নিন

   

ফাউ পরামর্শ বিশ্বকাপের টিকেট পাওয়ার ডিজিটাল /এনালগ উপায়..

Never Ever Give Up..... Revenge is Sweet........

১.প্রথমে খবর লন দেশের কোন কোন জেলায় এবং ব্যাংকে বিশ্বকাপের টিকেট বিক্রি হয় .... ২. একটি জেলা/ব্যাংকে টারগেট করুন...(অবশ্যই বড় শহর যেন না হয়).. ৩. রাতে ভাত খাইয়া নাইট কোচ/ট্রেন/বাসে উইঠা পরুন... ৪. একটা দারুন ঘুমদেন (অবশ্যই শীতের কাপড় নিয়া যাইবেন)..। ৫. ভোর বেলা আপনার নিদিস্ট স্থানে নামিয়া পরেন.. ৬. ভোর বেলা স্টেশনে আসপাশে আসল কাজ সাইয়ারা ফেলেন.. ৭. একটা চা দোকান খুজে নিয়ে গরম পরটা ও ডিম/ভাজি খাইয়া লন.. ৮. এখন আপনার নির্দিশট ব্যাংকের সামনে গিয়ে লাইনে খাড়াইয়া পরেন.. আপনার এলাকা টারগেট করা ঠিক হলে টিকিট পাইবে ১০০% ঢাকায় ২৪ ঘন্টা লাইনে খাড়াইয়া টিকিট পাইবে না ... মফসলে গিয়ে আধা বেলার মধ্যেই টিকিট নিয়া ঢাকা আইশা পরেন গান গাইতে গাইতে .. ফাউ পরামর্পাশে যা পাইলেন (উপকারিতা) : টিকিট পাইবে ১০০% ঢাকা বাহিরে ভ্রমন.. টেনশন কম.. রাত জাগতে হবে না.. এই ডিজিটাল/এনালগ..ফরমুলা আমার কলিগের ভাইয়ে দারা পরিক্ষিত ১০০% সফল। সে টিকেট নিয়া এখন ঢাকার পথে সন্ধার মধ্যে পোচ্ছবে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।