আমাদের কথা খুঁজে নিন

   

হার্ডওয়ার বিশেষজ্ঞদের প্রতি (সাহায্য করুন)

নোংড়ার মাঝে সব সুন্দর হারিয়ে যায়

আমি গেম খেলার প্রচুর ভক্ত! তাই গত দের মাস আগে একটি গ্রাফিক্স কার্ড কিনেছি। উদ্দেশ্য ছিল এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কিনব। কিন্তু ঢাকায় গিয়ে দেখি সব এটিআই রেডিওনের। বিক্রেতারাও এটিআই-এর প্রশংসা করল। আমার কম্পিউটারের রিকোয়েরমেন্ট হল : প্রসেসর : ইন্টেল সেলেরন ডি ২.৫৩গি.হা. মাদারবোর্ড : গিগাবাইট ৩১ চিপসেট রাম : ১ গি.বা. ডিডিআর ২ অপারেটি সিস্টেম : উইন্ডোস এক্সপি গ্রাফিক্স কার্ডটি কেনা হয়েছে আসুস এটিআই ৫৪৫০ ১গি.বা. ডিডিআর ৩ গ্রাফিক্স কার্ডটি সাপোর্ট করে (কভারে লেখা) ডিরেক্স এক্স ১১, ওপেন জিএল ৩.৫ (আমি নেটে খোজ করে দেখছি ডিরেক্স এক্স ১১. ভার্সন বের হয় নাই, তাহলে কি ভুয়া লেখছে) সমস্যা হচ্ছে... ১।

অবতার গেমটি ইনস্টল করেছি। গেমটি প্লে করার পর শুরুর এনিমেশন সুন্দর ভাবেই চলছে কিন্ত গেমটি খেলতে নামলে সব শ্লো হয়ে যায়। অনেকটা থেমে থেমে চলার মতো। গ্রাফিক্স অপসন সব লো করে নিলে মোটামুটি খেলা যায় কিন্তু খুব বেশি স্পেশাল ইফেক্সস্-এ শ্লে হয়ে যায়। আর ক্রাইসিস গেমটি প্লে হওয়ার পর শুরুর এনিমেশন ৭ মিনিট চলার পর শেষ হয় নাই ৩০ সেকেন্ড পর পর একটু চলে অনেকটা ভিসিডি সেটে ফাঁসলে যেমন করে।

২। আমার পুরান কম্পিউটারে এনভিডিয়া ৬৪ গ্রাফিক্স লাগানোর পর আমার কম্পিউটারের গতি অনেক গুন বেড়ে গিয়েছিল কিন্তু নতুন কেনা গ্রাফিক্স কার্ডটি লাগানোর পর এই রকম কোন সুবিধা পাইতেছি না। আমি যানতে চাচ্ছি যে শ্লো হওয়ার কারণ কি গ্রাফিক্স কার্ড, প্রসেসর নাকি অন্য কোন সমস্যা। এখন আমার কি করা উচিত? সঠিক পরামর্শ দিলে উপকৃত হব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।