আমাদের কথা খুঁজে নিন

   

আজ, সিরাজ শিকদারের মৃত্যু বার্ষিকী



আজ, সিরাজ শিকদারের ৩৬ তম মৃত্যু বার্ষিকী। বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রসফায়ার বা এনকাউনটার দিবস আজ। ১৯৭৪ সালের ২রা জানুয়ারি, রাত ৯টা, তালবাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্ধমৃত সিরাজ শিকাদার। একের পর এক ইলেক্ট্রিক শক খেয়ে পুরোই নিস্তেজ। হাত পা বাধা হলো, তারপর খুব কাছ থেকে গুলি করল পিতা শেখ মুজিবের রক্ষীবাহিনী , গুলির বেশির ভাগই লাগলো বুকে।

মুখ থুবড়ে পড়ে গেলো সিরাজ শিকদার, আবারও রক্তে লাল হয়ে গেলো স্বাধীন বাংলাদেশের মাটি। মৃত্যু নিশ্চিত করার পর তাকে নিয়ে যাওয়া আজিমপুর কররস্হানে, কিন্তু তার, ভাই বাবার প্রতিবাদের মুখে মুহম্মদপুর মসজিদের পাশে জায়গা কিনে তাকে দাফন করা হয়। তার পরও তার মৃত আত্মার ভয়ে তিন মাস সেখানে পুলিশ পাহারার ব্যাবস্হা করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী, আপনি তো আপনার পিতার হত্যার বিচার করলেন, এখন এই হত্যার বিচার কি আপনি করবেন ??? করতে পারবেন?? আপনার পিতার মত সিরাজ শিকদারেরও মেয়ে আছে, তার নাম শিখা শিকদার। সেও ত তার পিতার হত্যাকরীর ফাসি চায়।

আপনি কি পারবেন সেই হত্যাকারীর ফাসি দিতে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।