আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টে কয়লা কালো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বাংলা আমার...................

এলো আবার নতুন বছর মনেতে তাই শঙ্কা হবে নাতো দেশ পুড়ে ছাঁই পুড়লো যেমন লঙ্কা। টিভি খুললে ভাষন শুনি খাদ্যে পূর্ণ দেশটা বন্ধ টিভি হাহাকারে নাই পানি তাই তেষ্টা ! রান্না ঘড়ে শুন্য চুলা গ্যাস নাই তাই বন্ধ সোনার দেশটা ছাঁই হলো ভাই নেতা-নেতায় দ্বন্ধ। অস্থীরতা ছিল বিরাজ সন্ত্রাসিদের থাবায় থাবা থেকে বাঁচতে কেহ গমন করে কাবায়। অমুক বলেন দেশটা স্বামীর তমুক বলে বাবার চিৎকার করে বলে না কেউ দেশ আমাদের সবার। সোনা ফলা বাংলাদেশে ফলে না আর সোনা দুর্নীতিতে গেছে ভরে দেশের সকল কোনা। কাঁদে গরিব ভাঙা ঘড়ে নাই যে কোন খাবার দেশ-দরদী নেতারা সব করছে খেয়ে সাবার। চালের কেজি ৫০ টাকা তাও নাকি দেশ ভাল রঙীন চশমা দেখে না তাই কষ্টে কয়লা কালো। । । ------------------------------------- স্বপ্নবাজ ০২' জানুয়ারী-২০১১ইং রাত-০৪:৫০ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।