আমাদের কথা খুঁজে নিন

   

যেসব পুরুষকে বিয়ে করা উচিত নয়

মৃত্যুর সু-শীতল ছায়াতলেই আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। । । আমি খুবই সাধারন একজন।

‘স্বপ্নের পুরুষ খুঁজে খুঁজে হয়রান হয়ে বানরের গলায় মুক্তোর মালা দিলাম’—বিয়ের পর অনেক নারী হয়তো এমন আক্ষেপ করতে পারেন।

হয়তো মনের মিল হয় না, বোঝাপড়ায় ঘাটতি থাকে। নারীদের এই আক্ষেপ যাতে করতে না হয়, এ জন্য একটি তালিকা তৈরি করেছেন পাদরি প্যাট কনর। নারীর জন্য তৈরি তালিকায় ওই পাদরি আট ধরনের পুরুষের কথা উল্লেখ করেছেন, যাদের বিয়ে করা উচিত নয়। দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা থেকে তালিকাটি তৈরি করেছেন তিনি। মার্কিন সাময়িকী গ্ল্যামার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাসকারী প্যাট কনর ৪০ বছর ধরে দম্পতিদের নানা ধরনের পরামর্শ দিয়ে আসছেন।

তিনি এ পর্যন্ত ২০০টি বিয়ে পড়িয়েছেন এবং বিবাহপূর্ব পরামর্শদানের সঙ্গেও জড়িত। ক্যাথলিক মতাবলম্বী ওই পাদরি ভুল লোককে বিয়ে করার কুফল সম্পর্কে সচেতন করতে স্থানীয় বিভিন্ন উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বক্তৃতাও করেন। তিনি বিশ্বাস করেন, ‘প্রাণের বন্ধু’ বলে কেউ নেই, শুধু প্রেমিকদের সঙ্গেই অঙ্গীকার করা যায়। কনরের তালিকায় আট ধরনের পুরুষকে বিয়ে করা উচিত নয়। এদের মধ্যে রয়েছে, মায়ের আঁচল ধরে থাকা ছেলে; যেসব পুরুষ ঠিকভাবে অর্থকড়ির ব্যবস্থা করতে পারে না; যাদের কোনো বন্ধু নেই; যেসব পুরুষ লোকজনের মাঝে প্রেমিকাকে একা ছেড়ে যায়; রেস্তোরাঁ বা ক্যাফেতে ওয়েটারদের সঙ্গে যারা খারাপ আচরণ করে, যেসব পুরুষ নিজেদের উপহাস করতে পারে না, যারা কর্তৃত্ব ভাগাভাগি করতে পারে না এবং যেসব পুরুষ প্রেমিকার চাহিদার বিপরীতে কখনো নিজের চাহিদার কথা জানায় না।

টাইমস অব ইন্ডিয়া অনলাইন। মূল লিখা এখানেঃ ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.