আমাদের কথা খুঁজে নিন

   

সাফল্যগাথা প্রচারে যা করনীয় ....

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

প্রচার প্রচারণার পদ্ধতি হিসাবে বিজনেস প্রমশন এর কার্যক্রমের আওতায় বিল বোর্ড একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সেই বিলবোর্ডআজ সরকারের দখলে তাদের সুকীর্তি তুলে ধরার কাজে। আজ যদি ঠিক এভাবেই বিলবোর্ডে শেয়ার কেলেঙ্কারী, পদ্মা সেতু হলমার্ক দূর্ণীতি, ছাত্রলীগের বেপরোয়া আচরণ, দ্রব্যমূলের লাগামহীনতা, বিডিআর হত্যা, সহ সকল অপকর্ম বড় আকারে বিলবোর্ডে উপস্থাপন করা হয়, তাহলে এই সরকারের মান সম্মান কিছু কি থাকবে? মানির মান পাহাড় সম, হাজর জুতাপেটাতেও কমে না। গ্রামে একটা কথা আছে ফাকা কলসি বাজে বেশী। আরো বলে নিজের ঢোল নিজে পেটানো। ভালো বা খারাপ সব কাজের মূল্যায়নই জনগন করতে জানে। সুতরাং এভাবে জনগনের টাকায় বিলবোর্ড তামাশা এই সরকারের জন্য সুবাতাস বয়ে আনবে না। এর চেয়ে আলীগের উচিথ ছিলো তাদের সাফল্যগাথা উল্লেখ করে টি শার্ট ছাপানো এবং তা সোনার ছেলেদের ড্রেস কোড হিসাবে পরতে বাধ্য করা। এই টিশার্ট বেচেও তারা টুপাইস কামাতে পারতো ......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।