আমাদের কথা খুঁজে নিন

   

ঘটন-অঘটনের বিশ্বচিত্র ২০১০



বিদায় ২০১০ , নানা ঘটনা-দুর্ঘটনার জন্য ২০১০ সালও ইতিহাসে স্থান করে নেবে এটাই স্বাভাবিক। এর মধ্যে কিছু ঘটনা-দুর্ঘটনা একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে। ২০১০ সাল ছিল নতুন শতকের প্রথম দশক পূর্তির বছর। জাতিসংঘ বছরটিকে বিশ্ব জীববৈচিত্র্যের বছর ও আন্তর্জাতিক যুববর্ষ হিসেবে ঘোষণা করে। বছরের শুরু হয় অর্থনৈতিক মন্দা মোকাবিলার চ্যালেঞ্জ নিয়ে।

পুরো বছরজুড়েই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে বিশ্ববাসীকে। বছরজুড়ে বেশ কয়েকটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। বিশ্ব রাজনীতিতেও ছিল উত্থান-পতনের খেলা। বছরের শেষভাগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার দল। থেমে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করতেও ব্যর্থ হয় ওবামার প্রশাসন।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে জোট সরকার গঠন, থাইল্যান্ডে রাজনৈতিক অচলাবস্থা, ইরানের পরমাণুসংকট ইত্যাদি নানা ঘটনা সারা বছরজুড়ে আলোচনায় ছিল। এ সব ঘটনার মধ্য থেকে ২০১০ সালের আলোচিত ঘটনা বাছাই করা হয়েছে পাঠকদের জন্য। চিলিতে খনিশ্রমিকদের উদ্ধার চিলির সান হোসে স্বর্ণ ও তামার খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার ঘটনাটি অনেকটাই যেন ‘রিয়ালিটি টিভি শো’-এর মতো মনে হয়েছেÑযারা আমরা খনির বাইরে ছিলাম তাদের কাছে। আটকে পড়া খনিশ্রমিকদের পরিবারের সদস্য ছাড়াও গোটা চিলিবাসী এবং গণমাধ্যমের কল্যাণে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিলেনÑআসলেই উদ্ধার করা সম্ভব হবে কি না ওই শ্রমিকদের। সব উদ্বেগ-উৎকণ্ঠা আর আশঙ্কার অবসান ঘটিয়ে আটকে পড়ার ৬৯ দিন পর উদ্ধার করা হয়েছে ৩৩ খনিশ্রমিককে।

গত ৫ আগস্ট প্রায় ৬৩০ মিটার গভীরে আটকা পড়েন ৩৩ খনিশ্রমিক। তাঁদের বেঁচে থাকার বিষয়টি ১২ আগস্ট নিশ্চিত হন দমকল কর্মীরা। এর পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আধুনিক সরঞ্জাম নিয়ে ৬৯ দিন পর টানা ১৩ অক্টোবর থেকে টানা প্রায় ২২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে শ্রমিকদের উদ্ধার করা হয়। মেক্সিকো উপসাগরে তেলের খনি বিপর্যয় ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা মেক্সিকো উপসাগরে তেল উত্তোলনকারী কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) কাজ চলাকালে রিগে এক বিস্ফোরণে ১১ শ্রমিক প্রাণ হারান। রিগের আগুন নেভাতেই লাগে ৭২ ঘণ্টা।

এরপর শুরু হয় তেল নিঃসরণ। রিগের পাইপের তিনটি ফুটো গলে ৮৭ দিনে বেরিয়ে যায় ৪৯ লাখ ব্যারেল তেল। দুর্ঘটনাজনিত কারণে সামুদ্রিক কোনো কূপ থেকে তেল নিঃসরণের এটাই সবচেয়ে বড় ঘটনা। পুরো উপসাগরে অশোধিত তেল ছড়িয়ে পড়তে থাকে। রিগের ছিদ্র বন্ধ করতে এবং উপকূল থেকে তেল সরানোর কাজে ৩০ হাজার ৮০০ লোককে এই তিন মাসে রাত-দিন খাটাতে হয়েছে।

কিন্তু ২৬ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া তেলে বিপুলসংখ্যক সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের ধ্বংস ঠেকানো যায়নি। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র সরকার উপসাগরের বিস্তীর্ণ এলাকায় মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করে। পাঁচ মাসের চেষ্টার পর সেপ্টেম্বরে তেল নিঃসরণ বন্ধ করা সম্ভব হয়। কিন্তু ততদিনে প্রাণী, উদ্ভিদসহ পরিবেশের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। ওই বিস্ফোরণে ২০৫ মিলিয়ন গ্যালন খনিজ তেল মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়ে।

তেল যথাসম্ভব অপসারণ করা হয়েছে বলে বিপি দাবি করলেও গবেষকেরা বলেছেন, ছড়ানো তেলের ৭০ শতাংশই হয়তো আরো দীর্ঘ সময় সমুদ্রপৃষ্ঠে থেকে যাবে, যার প্রভাব হবে সুদূরপ্রসারী। ইউরোপের ব্যয় সংকোচন অর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোপীয় ইউনিয়ন ব্যয় সংকোচননীতি গ্রহণ করে। সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো রাষ্ট্রীয় খাতে সুযোগ-সুবিধা কমিয়ে আনার উদ্যোগ নেয়। ব্যাংক সুদের হার কমানোয় গত মে মাসে গ্রিসে লাখ লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। ফ্রান্সে অবসর গ্রহণের বয়স দুই বছর বাড়ানোয় ধর্মঘটে অচল করে দেয়া হয় নগর-শহর।

লন্ডনে ক্ষমতাসীন রক্ষণশীল সরকার বার্ষিক বাজেট থেকে অক্টোবরে ১২৮ বিলিয়ন ডলার হ্রাসের ঘোষণা দেয়। জল উৎসব ট্র্যাজেডি কম্বোডিয়ার রাজধানী নমপেনে জল উৎসবের সময় এক সেতুতে হুড়োহুড়িতে কমপক্ষে ৩৪৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৪০ জনই নারী। আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। ২২ নভেম্বর শেষ রাতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পরদিন ২৩ নভেম্বর দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। বন ওম তৌক নামে তিন দিনব্যাপী জল উৎসবের শেষ দিন ছিল ২২ নভেম্বর। কম্বোডিয়ার এক কোটি ৪০ লাখ জনসংখ্যার প্রায় ৫০ লাখ এ উৎসবে অংশ নিতে প্রতিবছর রাজধানী নমপেনে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, নমপেনের সঙ্গে একটি দ্বীপের সংযোগ সেতুতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপর সেখানে হুড়োহুড়ি শুরু হয়। নিহতদের বেশিরভাগই সেতু থেকে নামতে গিয়ে পানিতে ডুবে অথবা ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

উইকিলিকসের তথ্য যুদ্ধ উইকিলিকস এটি ভিন্ন ধারার একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট। বিভিন্ন ঘটনার গোপন নথি-দলিল প্রকাশ করা হয় এখানে। উইকিলিকস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনায় ওঠে আসে আফগানিস্তানের যুদ্ধসম্পর্কিত ৯২ হাজার গোপন মার্কিন দলিল প্রকাশ করে দিয়ে। গত ২৫ জুলাই বিশ্বের প্রভাবশালী পাঁচটি বার্তা সংস্থা ও উইকিলিকসে এসব গোপন দলিল ফাঁস করা হয়। এর পর ইরাক যুদ্ধসম্পর্কিত গোপন মার্কিন দলিল ফাঁস করে দেয় ওয়েবসাইটি।

উইকিলিকস সবচেয়ে বেশি হইচই ফেলে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গোপন তথ্যসহ বিশ্বের ২৭৭টি দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা দুই লাখ ৫১ হাজার ২৮৭টি গোপন বার্তা ফাঁস করে। এই তথ্য ফাঁসের মাধ্যমে কেবল যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের কূটনীতিক মহলকে নাড়িয়ে দিয়েছে ওয়েবসাইটটি। বাংলাদেশ সময় ২৮ নভেম্বর গভীর রাতে গোপন তথ্য প্রকাশ শুরুর দুই ঘণ্টা আগে থেকেই সাইবার হ্যাকিংয়ের শিকার হয় উইকিলিকস ডট অর্গ। ইউক্রেনিয়ান সেবিকায় গাদ্দাফির ইন্দ্রিয় সুখ, মার্কিন সেনা কর্তৃক নিরীহ ইরাকিদের গুলি করে হত্যা, হামাসকে ঠেকাতে ইসরাইল ও ফাতাহ’র যোগসাজশ, ইরানে হামলা চালানোর সৌদি অভিজাতদের অকার্যকর উদ্যোগের মতো হাজার ধাঁধায় ফেলে দেয়ার মতো তথ্য উইকিলিকসে স্থান পায়। বাদ যায়নি বাংলাদেশ প্রসঙ্গও।

গোপন তারবার্তায় উঠে আসে বিচাবহির্ভূত হত্যাকা- নিয়ে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাবের সমালোচক দেশগুলোর পক্ষ থেকে এই বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার খবরসহ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নানা গোপন তথ্য। গত ৭ ডিসেম্বর সুইডেনে করা যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তার হন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ওয়েবসাইটের ডট অর্গ ডেমেইন নেমটি বন্ধ করে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে উইকিলিকসের অ্যাকাউন্ট। অবশ্য উইকিলিকস ও অ্যাসাঞ্জের সমর্থকেরা এর জবাব দিয়েছেন পাল্টা সাইবার হামলা চালিয়ে।

সংবাদ মাধ্যমে একে সাইবার যুদ্ধ বলে অভিহিত করা হয়। কোরীয় উপদ্বীপে সংকট চলতি বছরের প্রায় পুরোটা জুড়েই আলোচনায় ছিল কোরীয় উপদ্বীপ। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ও ‘উস্কানিমূলক’ আচরণ এবং সাগরে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। সর্বশেষ ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে দফায় দফায় কামানের গোলা নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা নিহত হয়।

তিন বেসামরিক নাগরিকসহ আহত হয় ১৮ জন। এর পরই যুদ্ধাবস্থায় চলে যায় দুই কোরিয়া। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধাবস্থার বাইরে সর্বোচ্চ সতর্কতা কাস-এ ‘মিলিটারি অ্যালার্ট’ জারি করে সিউল। যুদ্ধ না বাধলেও কোরীয় উপদ্বীপ ও উপকূলীয় এলাকায় উত্তেজনা রয়েছে। ওই ঘটনার পরপরই যৌথ সামরিক মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

এ ঘটনায় দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত তৈরি হতে পারে বলে সতর্ক করে দেয় রাশিয়া। চীন সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানায়। থাইল্যান্ডে লাল শার্টদের বিক্ষোভ থাইল্যান্ডে ‘লাল শার্ট’ হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিভার বিরুদ্ধবাদী আন্দোলনকারীরা সরকার উৎখাতের লক্ষ্যে রাজধানীতে এপ্রিল থেকে মে পর্যন্ত একটি বড় ধরনের বিক্ষোভ করে। দেশটির গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ ও বামপন্থী বেশ কয়েকটি সংগঠনের একটি জোট হলো এই লাল শার্টধারীরা। এরা মূলত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক।

আপিসিত সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করে। পুলিশ ও সেনাদের অভিযান ও সংঘর্ষে দুই মাসে ৯১ জন নিহত হয়। পোল্যান্ডের বিমান দুর্ঘটনা পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কিকে বহনকারী একটি বিমান ১০ এপ্রিল রাশিয়ায় বিধ্বস্ত হয়ে অন্তত ১৩২ জন নিহত হয়। পোলিশ প্রেসিডেন্টকে বহনকারী টুপুলেভ টু-১৫৪ বিমানটি মস্কো থেকে রাশিয়ার স্মোলেন্সক যাচ্ছিল। প্রেসিডেন্টের সঙ্গে তাঁর স্ত্রী মারিয়া ও পোল্যান্ডের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ছিলেন।

প্রেসিডেন্ট কাজিনস্কি কাতিন গণহত্যাবার্ষিকী উপলক্ষে তাঁর সামরিক প্রধান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, প্রেসিডেন্সিয়াল প্রশাসনের প্রধান কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা নিয়ে রাশিয়ায় অবস্থান করছিলেন। তাঁরাও এ দুর্ঘটনায় নিহত হয়। সকালে ঘন কুয়াশার মধ্যে বিমানটি স্মোলেন্সক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। স্মোলেন্সক বিমানবন্দরের দেড় কিলোমিটার আগে কিছু গাছের সঙ্গে বিমানটি লেগে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। এরপর বিমানটিতে আগুন ধরে যায়।

উল্লেখযোগ্য ঘটনা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সংস্কার বিল যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে যুগান্তকারী সংস্কার বিল কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ পাস হয়। তুমুল বিতর্কের পর ২১ মার্চ ২০১০ বিলটি পাস হয়। বিলের প্রস্তাব অনুসারে, বর্তমানে বীমা নেই এমন তিন কোটি বিশ লাখ আমেরিকান স্বাস্থ্যবীমার আওতায় আসবে। কংগ্রেসের বাজেট দপ্তরের হিসাব অনুযায়ী এ স্বাস্থ্য পরিকল্পনা আগামী ১০ বছরে ফেডারেলের ঘাটতি ১৩,৮০০ কোটি ডলার কমিয়ে আনবে। আর স্বাস্থ্য খাতের এ সংস্কারে আগামী এক দশকে ব্যয় হবে ৯৪ হাজার কোটি ডলার।

১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রে প্রথম স্বাস্থ্যসেবা বিল পাস হয়। তারপর থেকে এটিই হবে সবচেয়ে বড় ধরনের সংস্কার। এ বিল অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক (৯৫%) স্বাস্থ্যসেবার আওতায় আসবে। প্রায় একশ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট স্বাস্থ্য খাতে সমন্বিত সেবার একটা লক্ষ্য নির্ধারণ করেন। এ নিয়ম কার্যকর হবে ২০১৪ সাল থেকে।

কসোভোর স্বাধীনতা বৈধ সার্বিয়ার সাথে কোনোরকম চুক্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো ধরনের অনুমতি না নিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভোর স্বাধীনতা ঘোষণাকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৈধ বলে রায় দেয় ২২ জুলাই ২০১০। রায়ে বলা হয় স্বাধীনতা ঘোষণার মাধ্যমে কসোভো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেনি। উল্লেখ্য, আঞ্চলিক অখ-তা লঙ্ঘনের অভিযোগ এনে কসোভোর স্বাধীনতা ঘোষণার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ২০০৯ দি হেগের আন্তর্জাতিক আদালতে আবেদন করেছিল সার্বিয়া। তারই পরিপ্রেক্ষিতে এ রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত। তবে এ রায় বাধ্যতামূলক নয়, অনেকটা উপদেশমূলকভিত্তিক।

আইভরিকোস্ট গৃহযুদ্ধের মুখে গত এক দশক আইভরিকোস্টের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন জিব্যাগবো। ২৮ নভেম্বরের ওই প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিব্যাগবো। জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওয়াত্তারা। এমন পরিস্থিতিতে পরাজয় মেনে নেয়ার জন্য জিব্যাগবোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর নেতারা।

কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান প্রত্যাখান করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে আইভরিকোস্ট ছেড়ে যাওয়ার নির্দেশ দেন জিব্যাগবো। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট উত্তেজনায় ২০০২-০৩ সালের মতো আবারো গৃহযুদ্ধের মুখে পড়ার আশঙ্কায় প্রতিবেশী লাইবেরিয়ায় পালিয়ে যাচ্ছে আইভরিকোস্টের হাজার হাজার মানুষ। কিরগিজস্তানে সংঘাত মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে ৬ এপ্রিল থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট বাকিয়েভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধীদের পরিচালিত এ আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। বাকিয়েভের সেনাদের গুলিতে ৭৮ জন নিহত ও প্রায় এক হাজার মানুষ আহত হয়।

দুই দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর কিরগিজস্তানে বিরোধীদলীয় জোট রাষ্ট্রক্ষমতার দখল নেয়। এরপর পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে। কিন্তু জুন মাসের মাঝামাঝি দেশটির দক্ষিণাঞ্চলে কিরগিজ ও উজবেকদের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়। এতে ১৭০ জন নিহত হয়। আহত হয় প্রায় এক হাজার ৮০০ জন।

কিরগিজস্তানে সংখ্যালঘু উজবেক সম্প্রদায়ের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে উজবেকিস্তান সীমান্তে আশ্রয় নেয়। কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের ব্যাপক জনসমর্থন রয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করার কারণে তার সমর্থকদের মধ্যে সৃষ্ট ক্ষোভ থেকে এই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে অভিযোগ করে দেশটির অন্তর্র্বর্তী সরকার। ইরাক যুদ্ধের যবনিকাপাত ইরাকে সাত বছরব্যাপী মার্কিন আগ্রাসন আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ৩১ আগস্ট। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ওভাল অফিস থেকে এ বিষয়ে ঘোষণা দেন।

বর্তমানে ইরাকে ৪৯ হাজার সেনা রয়েছে এবং তারা এখন থেকে ইরাকি বাহিনীর প্রশিক্ষণ ও পরামর্শমূলক কাজে অংশ নেবে। ২০১১ সালের ডিসেম্বর মাসে ইরাক থেকে সব মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার কথা রয়েছে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে মার্কিন আগ্রাসন চালানো হয়। কিন্তু আজ পর্যন্ত সেখানে এ ধরনের একটিও অস্ত্র পাওয়া যায়নি। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ইরাকে প্রায় সাড়ে চার হাজার সেনা নিহত হয়েছে।

এর বিপরীতে এক লাখেরও বেশি বেসামরিক ইরাকি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০১০ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের রীতিমতো ভরাডুবি হয়েছে। প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষে রিপাবলিকানরা বিজয়ী হয়েছেন। সিনেটে ডেমোক্র্যাটরা বিজয়ী হলেও তাঁদের বেশ কয়েকটি আসন খোয়াতে হয়েছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ২৪০টি আসন।

সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের দরকার ছিল ২১৭টি আসন। আর ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮৯টি আসন। অন্যদিকে, ৬টি আসন খোয়ালেও ডেমোক্র্যাটরা সিনেটে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। সিনেটে বর্তমানে ডেমোক্র্যাটদের আসন ৫১টি আর রিপাবলিকানদের আসন দাঁড়িয়েছে ৪৬-এ। মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে, সিনেটের ১০০ আসনের ৩৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে গর্ভনর পদে মোট ৫০টি আসনের মধ্যে ৩৭টিতে নির্বাচন হয়। পরমানু যুগে ইরান পশ্চিমা বিশ্বের তীব্র আপত্তির মুখে ইরান ২১ আগস্ট বুশেহর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে পারমানবিক জালানি রড সংযোজনের মাধ্যেমে পরমানু যুগে প্রবেশ করে । ইরান হলো বিশ্বের ৩২তম পরমানু বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। বিশ্ব বাঘ বাঁচাও সম্মেলন অবৈধ পশু শিকারী ও ব্যবসায়ীদের রুখে দাঁড়াতে একাট্টা হওয়া ও আগামী ১২ বছরের মধ্যে বর্তমান থেকে বাঘের সংখ্যা দ্বিগুণ করার অঙ্গীকার নিয়ে রাশিয়ায় ২২ নভেম্বর শুরু হয় সেন্ট পিটার্সবার্গে চারদিনব্যাপী বিশ্ব বাঘ বাঁচাও সম্মেলন। বাঘের আবাসস্থল রয়েছে এমন বিশ্বের ১৩টি দেশ এবং এই প্রকল্পে সাহায্যকারী দেশসমূহÑযুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য ফোরামে অংশ নেয়।

সারা বিশ্বে বাঘের সংখ্যা ১৯০০ সালে ছিল এক লাখ। আর এখন এ সংখ্যা মাত্র তিন হাজার ৭০০। মহাবিপন্ন প্রাণী হিসেবে বাঘ এখনো টিকে আছে বাংলাদেশসহ মাত্র ১৩টি দেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।