আমাদের কথা খুঁজে নিন

   

motion sickness (গতিজনিত বমনপ্রবণতা ও বমি)



আমাদের মাঝে অনেকেই আছেন যারা এই সমস্যা নিয়ে ভ্রমণসংক্রান্ত ভীতি ও জটিলতায় ভুগছেন। motion sickness বা গতিজনিত বমনপ্রবণতা ও বমির কারণ: অনুভুত অদৃশ্য গতি: ১।গাড়ীতে চড়া অবস্থায় বই পড়া বা চোখ বন্ধ রাখা ২।চক্রাকারে ঘোরার পরবর্তী অবস্থা দৃশ্যমান অ-অনুভুত গতি: ১।বড়পর্দায় বা ২।TVতে চলমান ছবি দেখা যা ত্রিমাত্রিক গতি প্রদর্শন করে .. বমি কিভাবে হয়? উপরোক্ত কারণের উপস্থিতি আমাদের অন্তঃকর্ণের ভারসাম্য রক্ষা অঞ্চলকে অনুরণিত করে। এই অণুরণন এরপর অষ্টম করোটিক স্নায়ুর মাধ্যমে পশ্চাৎ মষ্তিস্কে প্রবাহিত হয় যা অতঃপর মুখগহ্বর, পরিপাকতন্ত্র এবং Diaphragm ও পেটের মাংসপেশীর নিয়ণ্ত্রিত অণুরণন ও সংকোচনের মাধ্যমে বমন প্রক্রিয়াকে সম্পন্ন করে। বমি কেন হয়? যখন দৃশ্যমান এবং অনুভুত গতির পার্থক্য হয় তখন মষ্তিস্কে hallucination হয় যে দেহে poisoning হয়েছে। ফলে সে বমির মাধ্যমে তা দূর করতে চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।