আমাদের কথা খুঁজে নিন

   

পবন (মনুষ্য উৎ পাদিত)



আমি যে পবনের কথা বলতে চাচ্ছি তা environmental air নয়। human air . প্রতিদিন আমাদের শরীরের intestine এ ৫-৬ লিটার পবন উৎ পাদিত হয়। উহার অধিকাংশ্ই রক্তে absorb হয়। আর বাকি আধা লিটারের মত পশ্চাৎ দেশ দ্বারা নির্গত হয়। SOURCE: ১।

গলধকৃত বায়ু ( Nitrogen & oxygen) ২। বৃহদাণ্ত্রে bacteria কর্তৃক নির্গত বায়ু (carbon-di-oxide, hydrogen, mithane) অতিরিক্ত হারে বায়ুর পশ্চাৎ দেশ দ্বারা নির্গমনের কারণ: ১। খাদ্যে অপরিপাক যোগ্য শর্করা ও প্রটিনের উপস্থিতি ২। খাদ্য গ্রহণের সময় অমনযোগী থাকা ৩। অন্ত্রের অসুখ কি কি খাবার কম খেলে এ ব্যাপারে উপকার পাবেন: ক।

বায়ুর পরিমাণ হ্রাসের জন্যে ১। ফুলকপি ২। বাধাকপি ৩। পিঁয়াজ ৪। সিম ৫।

etc খ। বায়ুর গন্ধ হ্রাসের জন্যে ১। মাংস ২। ডিম etc

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।