আমাদের কথা খুঁজে নিন

   

জরিপ পোস্টঃ [সেলুনে শেভ করার ক্ষেত্রে] গোসল করে শেভ করেন নাকি শেভ করে গোসল? (It's a guy thing; আপুদের না আসাই ভালো )

I realized it doesn't really matter whether I exist or not.
It's a guy thing. আপুদের প্রবেশ নিষ্প্রয়োজন। ইদানীং সেলুনে শেভের সঙ্গে নতুন একটা আইটেম যোগ হয়েছে। সেটা হলো ফেস ওয়াশ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শেভের সঙ্গে এটা ফ্রিই পাওয়া যায়। বলা বাহুল্য, এর উছিলায় শেভের খরচও কিছুটা বাড়িয়ে নিয়েছেন নাপিত নিজেরাই।

যাই হোক, আমি বেশিরভাগ সময়ই ঘরে শেভ করি। আম্মু বলল, ঘরে শেভ করলে হাত চালু হয়। এতে হঠাৎ কোথাও যেতে হলে তাড়াতাড়ি করে শেভ হওয়া যায়। কথাটা সত্যি। এ জন্য ঘরেই শেভ শুরু করি।

এখন পর্যন্ত ন্যূনতম ১০ মিনিটে শেষ করা গেছে। যদিও টিভি বিজ্ঞাপনে দেখায় পাঁচ মিনিট, তাও লোডশেডিং-এ, আমার পক্ষে দশ মিনিটের কম সময়ে শেভ করা সম্ভব না। আসল কথায় আসি। প্রায় প্রতিবারই যখন ঘরে শেভ করতে ইচ্ছে করে না কিন্তু কোথাও যেতে হবে শেভ করা প্রয়োজন, তখন সেলুনে চলে যাই। আর প্রতিবারই যখন হালকা-পাতলা ফেস ওয়াশ করে তখন মনে হয় আগে গোসল করে আসা দরকার ছিল।

তাহলে দোকানের ফেস ওয়াশ দিয়েই চালিয়ে দেয়া যেত। গোসল করলে তো সে সাময়িক ফর্সা হয়েছিলাম সেটা আবার মুছে যায়। যাই হোক, এখন জানতে ইচ্ছে করছে কোনটা করা উচিৎ আর আপনারা কোনটা করেন। আমি জানি বেশিরভাগ মানুষই আগে শেভ হয়ে তারপর গোসল করেন। কিন্তু কোথাও যাওয়ার ক্ষেত্রে আমি উল্টোটাও হতে দেখেছি।

তাই আজকের সামু জরিপ পোস্টে আপনারা এমন পরিস্থিতিতে কোনটা করেন জানান। দেখা যাক সংখ্যাগরিষ্ঠরা কী করেন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।