আমাদের কথা খুঁজে নিন

   

ভাবার্থের কবিতা.....HUG ME ISRAEL

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

হায়েনার ভালবাসা আমার জননী আজ মরুভূমি ঘাসফুল আজ পাথুরে কারুকাজ। হায়েনা তুমি হ্যা,ভয়ঙ্কর কিছু। যুদ্ধের দামামায় নিষ্পাপ শিশু আর পোড়া নরমাংশ ছুটে হায়েনার পিছু পিছু। রক্তাক্ত জামা আর রক্তের হোলি খেলা আহত মন আর ধর্ষিত মা, সবই কি হায়েনার মানবতা? অতীত কে যদি ভোলা যেত, প্রস্তুরে যদি সোনা ফলান যেত, হায়েনার ভালবাসায় তবে সিক্ত হওয়া যেত। আমি তো এই ভূখন্ডে, নিজের মায়ের কাছে, উড়ে এলে তুমি শকুন হয়ে। হায়েনা! হায়েনা ভালবাসো ভালবাসো নিষ্পাপ এই জমিনকে। HUG ME ISRAEL BY JACK SHAKA We have both lost our people Our land weeps in desolation Grass has since gone Replaced by dust and rubble War machines still hover above Our children innocent as they are Hide in fear of attacks I am Palestine and you Israeli Both have lost thousands We have bled and still bleed Our wounds are still sore Hug me Israel Wish the past away And make new ways Hug me Israel The time is now. Hug me Israel Come to me My hands are open My heart open I am Palestine I deplore the horrors Time it ends I am tired! Hug Me Israel Hug me now Hug me now Hug Me Israel

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.